মাধবপুরে ২৮ কেজি গাঁজা, ফেন্সিডিলসহ আটক ২

Share the post

মোঃজাকির হোসেন (হবিগঞ্জ)প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর থেকে ২৮ কেজি গাঁজা ও ৫২ বোতল ফেন্সিডিলসহ দুজনকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‍্যাব)-৯। এসময় মাদক বিক্রির ১১ হাজার টাকা উদ্ধার করা হয়। আটককৃতরা হলো, মৌলভীবাজারের শ্রীমঙ্গলের উত্তর লামুয়া গ্রামের মো. বাহার মিয়ার ছেলে মো. জালাল মিয়া (৩২) এবং হবিগঞ্জের মাধবপুর উপজেলার বেজোড়া এলাকার মৃত মিয়া হোসেনের ছেলে মো. জাকির হোসেন।
রোববার (৭ মার্চ) দুপুরে র‍্যাবের গণমাধ্যম শাখা জানায়, শনিবার (৬ মার্চ) রাত ৯ টায় পৃথক অভিযানে মাধবপুরের ৭ নং জগদীশপুর ইউপির মুক্তিযোদ্ধা চত্বরের সামনে থেকে ২৮ কেজি গাঁজা এবং মাধবপুরে পানসী রেস্টুরেন্টের সামনে থেকে ৫২ বোতল ফেন্সিডিল ও মাদক বিক্রির ১১ হাজার টাকাসহ তাদের আটক করা হয়।
এদিকে, মাদকসহ আটকের ঘটনায় র‍্যাব বাদী হয়ে মামলা দায়ের করে আলামতসহ আসামিদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated