বেড়েছে বেশিরভাগ নিত্যপণ্যের দাম

Share the post

রাজধানীর বেশিরভাগ বাজারে বেড়েছে সব ধরনের নিত্যপণ্যের দাম। ৫০ টাকা কেজির নিচে মিলছে না কোনো সবজি। বাড়তি সব ধরনের মাছের দামও। সপ্তাহের ব্যবধানে বেড়েছে আলু ও সয়াবিন তেলের দাম।কেজিতে ৩ টাকা বেড়ে ২৫ টাকায় বিক্রি হচ্ছে এককেজি আলু। বোতলজাত সয়াবিন তেল লিটারে ৭ টাকা বেড়ে ১৬০ টাকায় বিক্রি হচ্ছে।

এছাড়াও শিশুখাদ্য প্যাকেট গুড়োদুধের দামও বেড়েছে ২০ টাকা। সব ধরনের চালের দাম বেড়েছে কেজিতে সর্বনিম্ন ২ টাকা। প্যাকেটজাত আটার দামও বাড়তি ১২ থেকে ১৩ টাকায় বিক্রি হচ্ছে।তবে কিছুটা কমেছে পেঁয়াজের দাম। এছাড়া চিনি ও ডালের দাম অপরিবর্তিত রয়েছে বলছেন বিক্রেতারা।এদিকে, সব ধরনের নিত্যপণ্যের দাম বাড়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতারা। দাম নিয়ন্ত্রণে সরকারকে কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি জানান তারা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated