বরিশাল ব্লাড ডোনারস ক্লাব (বিবিডিসি) এর উদ্যোগে বলদিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত

Share the post

রুকাইয়া লোপা (বরিশাল প্রতিনিধী): ভাষা শহীদদের স্মরনে বরিশাল ব্লাড ডোনারস ক্লাব (বিবিডিসি) এর উদ্যোগে পিরোজপুর জেলাস্থ নেছারাবাদ থানার বিন্না গ্রামের বলদিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও সচেতনতামূলক ক্যাম্পেইন আয়োজিত হয়েছে। গতকাল আজ ১৮ ফেব্রুয়ারি এই বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও সচেতনতামূলক ক্যাম্পেইনের আয়োজন করা হয়।তিন শতাধিক ছাত্র-ছাত্রী ও উক্ত এলাকায় বসবাসরত আরও প্রায় শতাধিক মানুষের রক্তের গ্রুপ পরীক্ষা করে দেয়া হয় সম্পূর্ণ বিনামূল্যে।এসময় রক্তদান, রক্তরোগ, থ্যালাসেমিয়া, এন্টিবায়োটিক এবং গর্ভবতী মায়েদের জন্য আগে থেকে রক্তদাতা প্রস্তুত রাখা সম্পর্কে

সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম সম্পর্কে সবাইকে ধারনা প্রদান করা হয়। শিক্ষার্থীদেরকে রক্তদান, থ্যালাসেমিয়া ইত্যাদি সম্পর্কে সহজভাবে বুঝাতে, জানাতে বিদ্যালয়ের মাঠে প্লাকার্ড এবং ছবি দিয়ে সাজিয়ে ফুটিয়ে তোলা হয়েছে বিভিন্ন তথ্যচিত্র।এছাড়া রক্তের গ্রুপ পরীক্ষা করার পরে শিশুদের রক্তের গ্রুপ লিখে দেয়া হয় তাদের হাতে অঙ্কন করে।যা তাদের মধ্যে সৃষ্টি করেছে আনন্দ এবং উদ্দীপনার। অনুপ্রাণিত হয়ে উপযুক্ত বয়স হলে ভবিষ্যৎ রক্তদান করার ইচ্ছা প্রকাশ করে অধিকাংশ শিক্ষার্থী। প্রথমে দেশের প্রতি সম্মান জানিয়ে শপথ বাক্য পাঠ ও জাতীয় সঙ্গীতে অংশগ্রহণের মধ্য দিয়ে ক্যাম্পেইনের শুভ উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি বলদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি জনাব মোঃ মহব্বত হোসেন। তিনি বলেন মানুষকে স্বেচ্ছায় রক্তদান করে এর চাইতে ভালে কিছু আমার চোখে এখন পর্যন্ত পড়েনি,এটি খুবই মহৎ একটি কাজ। বলদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান

শিক্ষক জনাব মোঃ মোর্শেদুল হক তার বক্তব্যে শিক্ষার্থীদের রক্তের গ্রুপ পরীক্ষা করে জানার জন্য আহ্বান করেন । উপযুক্ত বয়স ও ওজন হলে যেনো রক্তদানে ছাত্র-ছাত্রীরা মানুষের সেবায় এগিয়ে আসার জন্য অনুপ্রেরণা ও উদ্বুদ্ধ করেন। বিবিডিসির পক্ষ থেকে সহঃ কোষাধ্যক্ষ হুমায়ুন কবির (রানা) বিবিডিসির পরিচয় ও কার্যক্রম সম্পর্কে সবাইকে ধারনা প্রদান করেন।রক্তদানের উপকারিতা, থ্যালাসেমিয়া, এন্টিবায়োটিক এবং সব চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় গর্ভবতী মায়ের জন্য আগে থেকে রক্তদাতা প্রস্তুত রাখার প্রয়োজন হতে পারে এ সম্পর্কে শিক্ষার্থীদের জানান।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

ঝালকাঠির রাজাপুরে পুকুর পাড়ের কাঁচা ঘাস খেয়ে মারা গেল খামারির ৬টি গরু

Share the post

Share the postমো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরে পুকুর পাড়ের কাঁচা ঘাস খেয়ে একটি খামারের ৬টি গাভি গরুর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ আঙ্গারিয়া গ্রামের মো. নজরুল ইসলাম (৫৬) খামারে এ ঘটনা ঘটে। যার আনুমানিক মূল্য প্রায় ৪ লাখ টাকা হবে বলে জানান গরুর মালিক। এ ছাড়া খামারটির আরও […]

বরিশাল বোর্ডে সেরা ঝালকাঠি জেলা ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসা এবারও শীর্ষে

Share the post

Share the postমো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এবারের এইচএসসি পরীক্ষায় গড় পাসের হারে সবার শীর্ষে রয়েছে ঝালকাঠি জেলা। এ জেলায় মোট পাসের হার ৮৫ দশমিক ৯৫। দ্বিতীয় অবস্থানে থাকা ভোলা জেলার পাসের হার ৮৪ দশমিক ৩৬। আর গত বছর দ্বিতীয় স্থানে থাকা বরিশাল জেলা ৮৩ দশমিক ৯৪ […]