নৌকার পক্ষে কাজ করার ঘোষণা শামীম ওসমানের

Share the post

আজ থেকে নৌকার পক্ষে কাজ করার ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান।সোমবার (১০ জানুয়ারি) সাম্প্রতিক নানা ইস্যু নিয়ে নারায়ণগঞ্জে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।তিনি বলেন, এতদিন আমার যেভাবে নামা উচিত ছিলো সেভাবে নামেনি। তবে আজকের থেকে ইনশাআল্লাহ সেভাবে নামলাম। আওয়ামী লীগের প্রত্যেকটা নেতাকর্মীর কাছে অনুরোধ থাকবে.. আমি যদি এতবড় কষ্ট… আমার জীবনের সবচেয়ে কষ্টের প্রেস কানফারেন্স এটা। একই সঙ্গে কষ্টাদায়ক দিনও এটা।

শামীম ওসমান আরও বলেন,  বড় বোন আমার সাথে কথা বলেছেন। বড় ভাই সেলিম ওসমান আমার সাথে কথা বলেছেন। তিনি বলেছেন, তোমার কি একটা কথা মনে আছে, আমি বললাম কোনটা। বলেন, আব্বা মারা যাওয়ার আগে আমাদের তিন ভাইয়ের হাত আপার (শেখ হাসিনা) উপর দিয়েছেন। বলেছি, মনে আছে।

তখন বড় ভাই বলেন, এ নৌকার কার আমি বল্লাম আপার, এ নৌকা বঙ্গবন্ধুর। বলেন, বাকীটা আপার উপর ছেড়ে দাও। উনি আমাদের অভিভাবক।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated