খুলনায় জুটমিল শ্রমিকদের লাল পতাকা মিছিল

Share the post
ফুলতলার খানজাহান আলী থানা জাতীয় শ্রমিক ফেডারেশনের উদ্যোগে রাষ্ট্রায়ত্ত আলিম জুট মিলের অবসরে যাওয়া ও বদলি শ্রমিকদের পাওনা পরিশোধ ও মিল চালুর দাবিতে লাল পতাকা মিছিল হয়েছে। বৃহস্পতিবার সকালে খুলনা যশোর মহাসড়কে এই মিছিল হয়।
মিছিল শেষে ফেডারেশনের সভাপতি মো. আমিরুল ইসলাম সরদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আলাউদ্দীনের পরিচালনায় সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় নেতারা বলেন, অবসরে যাওয়া ও বদলি শ্রমিকদের ৬৪ সপ্তাহের মজুরি ও কর্মচারীদের ১১ মাসের বেতন বাকি রয়েছে। ১৫ দিনের মধ্যে মিল চালুসহ শ্রমিকদের পাওনা পরিশোধ করা না হলে রাজপথ রেলপথ অবরোধসহ কঠিন কর্মসূচি ঘোষণা করা হবে।
এছাড়া ১০ জানুয়ারি সকাল ১০টা থেকে ২টা পর্যন্ত ৪ ঘণ্টা আলিম জুট মিলের ১নং গেট চত্বরে প্রতীকী গণঅনশন কর্মসূচি পালিত হবে। এ সময় বক্তৃতা করেন জেজেআই মিলের সাধারণ সম্পাদক মো. হারুনুর রশিদ মল্লিক, মো. আনোয়ার সরদার, মো. সালাম জোমাদ্দার, আব্দুস সাত্তার মোল্লা, আব্দুর রশিদ, মো. জহির খাঁ, আবুল কাশেম সরদার, মো. কামরুজ্জামান, শেখ মুজিবর রহমান, আব্দুর রউফ, মো. জাকির সরদার, মো. মফিজ, আমির হামজা প্রমুখ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated