কেউ আগায়নি, ১৫ ঘণ্টা পড়ে রইল করোনায় মৃতদেহ!

Share the post

ভারতের ২৪ পরগনা জেলায় সংক্রমণের ভয়ে কেউ এগিয়ে না আসায় প্রায় ১৫ ঘণ্টা পর করোনায় মৃত ব্যক্তির দেহ সৎকারের ব্যবস্থা হলো। মৃতের ছেলে জানান, পরে পুলিশ ও পৌরসভার সহায়তায় মৃতদেহ উদ্ধার করে নির্দিষ্ট নিয়ম মেনে গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়। দেশটির সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিন তাদের প্রতিবেদনে জানায়, দিলীপ কুমার রায় নামের ৬৫ বছরের এক ব্যক্তি বৃহস্পতিবার রাতে বাড়িতেই মারা যান। তার বাড়ি রাজপুর-সোনারপুর এলাকায়।

জানা গেছে, জ্বর, সর্দি,কাশিসহ কোভিডের একাধিক উপসর্গজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। পরে পরীক্ষায় কোভিড আক্রান্ত হয়েছেন বলে দেখা যায়। বাড়িতে রেখেই তার চিকিৎসা চলছিল। বৃহস্পতিবার তার মৃত্যুর পর পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় ফোন করে দেহটি সৎকারের ব্যবস্থা করার জন্য আবেদন জানালেও তা গ্রাহ্য করা হয়নি বলে অভিযোগ।

ছেলে অমিত রায়ের অভিযোগ, বিভিন্ন জায়গায় ছোটাছুটি করেও প্রথম দিকে কোন সাহায্য পাওয়া যায় নি। পরে অবশ্য পুলিশ এবং পৌরসভা যৌথভাবে সেই দেহ নিয়ে যাওয়ার ব্যবস্থা করে।

করোনায় মৃত ব্যক্তির দেহ বাড়ি থেকে উদ্ধার করতে সময় লাগার কারণ হিসেবে পৌরসভা জানায়, তা পৌরসভার কাজ নয়। কোভিড আক্রান্ত দেহ তোলার জন্য সমস্ত প্রোটোকল বজায় রাখতে হয় এবং তার জন্য সরকার নির্দিষ্ট যেসব গাড়ি আছে, সেই গাড়িতে করেই শুধুমাত্র দেহ নিয়ে যাওয়া হয়। এরপর তা ক্যানিং শ্মশানে পৌঁছনো হয়।

এ বিষয়ে রাজপুর-সোনারপুর পৌরসভার চেয়ারম্যান ডক্টর পল্লবকান্তি দাস বলেন, ‘ঘটনাটা জানানোর পরে আমি সঙ্গে সঙ্গে ডেথ সার্টিফিকেট ইস্যু করে দেই। থানাকেও জানানো হয়েছে সময়মতো। কিন্তু দেহ উদ্ধার করতে সময় লাগছে কারণ, গাড়ি সমস্যা আছে।’

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

চকরিয়া যুবলীগের সভাপতি ও তার ছোট ভাইকে মামলায় দেওয়ায় মানববন্ধন

Share the post

Share the postফয়সাল আলম সাগর,বিশেষ প্রতিনিধি : তুচ্ছ ঘটনার জের ধরে চকরিয়া উপজেলা যুবলীগের সভাপতিকে মামলায় দিয়েছে প্রতিপক্ষের লোকজন। সেই মামলা থেকে রক্ষা পায়নি দীর্ঘদিন ধরে মরনব্যাধী রোগ ক্যান্সারে আক্রান্ত হয়ে বাড়িত পড়ে থাকা তার এক সহোদরও। কোন তদন্ত ছাড়াই চকরিয়া থানার ওসি প্রতিপক্ষের সাথে হাত মিলিয়ে এ যুবলীগ নেতার বিরুদ্ধে মামলা নিয়েছেন বলে অভিযোগ […]

এবার সিরিয়া থেকে ইসরায়েলে হামলা

Share the post

Share the post প্রকাশ : ১১ অক্টোবর ২০২৩, ১৯:০৪ আপডেট : ১১ অক্টোবর ২০২৩, ১৯:১৩ লেবাননের পর এবার প্রতিবেশী সিরিয়া থেকেও ইসরায়েলি ভূখণ্ডে রকেট হামলা করা হয়েছে। এই হামলার জবাবে ইসরায়েলের সামরিক বাহিনীর সদস্যরা সিরিয়া সীমান্তের ভেতরে কামান ও মর্টারের গোলা নিক্ষেপ করেছে। সিরিয়া থেকে ছোড়া গোলা ইসরায়েলি ভূখণ্ডের উন্মুক্ত স্থানে আঘাত হানার তথ্য স্বীকার […]