কেউ আগায়নি, ১৫ ঘণ্টা পড়ে রইল করোনায় মৃতদেহ!

Share the post

ভারতের ২৪ পরগনা জেলায় সংক্রমণের ভয়ে কেউ এগিয়ে না আসায় প্রায় ১৫ ঘণ্টা পর করোনায় মৃত ব্যক্তির দেহ সৎকারের ব্যবস্থা হলো। মৃতের ছেলে জানান, পরে পুলিশ ও পৌরসভার সহায়তায় মৃতদেহ উদ্ধার করে নির্দিষ্ট নিয়ম মেনে গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়। দেশটির সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিন তাদের প্রতিবেদনে জানায়, দিলীপ কুমার রায় নামের ৬৫ বছরের এক ব্যক্তি বৃহস্পতিবার রাতে বাড়িতেই মারা যান। তার বাড়ি রাজপুর-সোনারপুর এলাকায়।

জানা গেছে, জ্বর, সর্দি,কাশিসহ কোভিডের একাধিক উপসর্গজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। পরে পরীক্ষায় কোভিড আক্রান্ত হয়েছেন বলে দেখা যায়। বাড়িতে রেখেই তার চিকিৎসা চলছিল। বৃহস্পতিবার তার মৃত্যুর পর পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় ফোন করে দেহটি সৎকারের ব্যবস্থা করার জন্য আবেদন জানালেও তা গ্রাহ্য করা হয়নি বলে অভিযোগ।

ছেলে অমিত রায়ের অভিযোগ, বিভিন্ন জায়গায় ছোটাছুটি করেও প্রথম দিকে কোন সাহায্য পাওয়া যায় নি। পরে অবশ্য পুলিশ এবং পৌরসভা যৌথভাবে সেই দেহ নিয়ে যাওয়ার ব্যবস্থা করে।

করোনায় মৃত ব্যক্তির দেহ বাড়ি থেকে উদ্ধার করতে সময় লাগার কারণ হিসেবে পৌরসভা জানায়, তা পৌরসভার কাজ নয়। কোভিড আক্রান্ত দেহ তোলার জন্য সমস্ত প্রোটোকল বজায় রাখতে হয় এবং তার জন্য সরকার নির্দিষ্ট যেসব গাড়ি আছে, সেই গাড়িতে করেই শুধুমাত্র দেহ নিয়ে যাওয়া হয়। এরপর তা ক্যানিং শ্মশানে পৌঁছনো হয়।

এ বিষয়ে রাজপুর-সোনারপুর পৌরসভার চেয়ারম্যান ডক্টর পল্লবকান্তি দাস বলেন, ‘ঘটনাটা জানানোর পরে আমি সঙ্গে সঙ্গে ডেথ সার্টিফিকেট ইস্যু করে দেই। থানাকেও জানানো হয়েছে সময়মতো। কিন্তু দেহ উদ্ধার করতে সময় লাগছে কারণ, গাড়ি সমস্যা আছে।’

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

ঝালকাঠি পানি উন্নয়ন বোর্ড ৬৮০ কোটি টাকার প্রকল্প শুরুর আগেই, ল্যাপটপ ফটোকপি মেশিন ক্রয়ের নামে ২৫ লাখ টাকা উঠিয়ে নেয়ার অভিযোগ

Share the post

Share the postমো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এবং সাবেক এমপি আমির হোসেন আমুর পছন্দের লোক হওয়ায় ২০২৩ সালে মার্চ মাসে ঝালকাঠি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হিসেবে দায়িত্ব পান এ.কে.এম নিলয় পাশা। গত বিশ মাসে নানা কৌশলে ঝালকাঠি পানি উন্নয়ন বোর্ডের কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। তাঁর বিরুদ্ধে অফিস চত্বরের কয়েক […]

ঝালকাঠিতে জমে উঠেছে ‘হাউন আঙ্কেলের ভাতের হোটেল’

Share the post

Share the postমো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ কোন সিনেমার গল্প কিংবা ট্রল নয়, এবার সত্যিই চালু হয়েছে হাউন আঙ্কেলের ভাতের হোটেল। ভাইরাল এই নামটি শুনেই দিন দিন বাড়ছে গ্রাহকের সংখ্যা। লাভও হচ্ছে বেশ ভালই। আর হাউন আঙ্কেলের ভাতের হোটেলটির গ্রাহকরাও খাবারের মানে দারুণ সন্তুষ্ট। বর্তমানে পলাতক থাকা সাবেক ডিবি পুলিশ প্রধান হারুণ অর-রশীদ তার […]