অস্বাস্থ্যকর পরিবেশে খাবার মজুদ করায় কিশোরগঞ্জে তিন লাখ টাকা জরিমানা

Share the post

আকিব হৃদয়, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খেজুর মজুত করায় এগারসিন্দুর কোল্ডস্টোরেজকে তিন লাখ টাকা জরিমানা করেছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। র‌্যাব জানায়, পাকুন্দিয়ার সুখিয়া ইউনিয়নের বড় আজলদী এলাকায় এগারসিন্দুর কোল্ডস্টোরেজে আসন্ন রমজানে বিক্রির উদ্দেশ্যে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খেজুর মজুত করেছে- এমন খবরে বুধবার (১০ মার্চ) দুপুরে অভিযান চালানো হয়।

অভিযানে অপরিচ্ছন্ন পরিবেশে খেজুর রাখায় কোল্ডস্টোরেজের ম্যানেজার মাজহারুল ইসলামকে তিন লাখ টাকা জরিমানা, অনাদায়ে দুই মাসের কারাদণ্ড দেন আদালত। আদালতে নেতৃত্ব দেয়া পাকুন্দিয়া উপজেলার সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম লুৎফর রহমান জানান, খাদ্য মজুতে পরিচ্ছন্নতা বজায় রাখতে প্রাথমিক ভাবে কোল্ডস্টোরেজ কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated