চট্টগ্রামে এসএসসি পরীক্ষার প্রথম দিনে ৪০০ অনুপস্থিত

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার (এসএসসি) প্রথমদিন বাংলা প্রথম পত্রের পরীক্ষায় চট্টগ্রামে ৪০০ পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছে। তাছাড়া পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অপরাধে দুই পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে।
সোমবার থেকে ২০২০ সালের এসএসসি পরীক্ষা শুরু হয়।
চট্টগ্রাম শিক্ষাবোর্ড সূত্রে জানা যায়, এবারের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম, কক্সবাজার ও তিন পার্বত্য জেলার ১৯৬টি কেন্দ্রে ১ হাজার ৪৮টি প্রতিষ্ঠানের মোট ১ লাখ ৪৪ হাজার ৯০ জন শিক্ষার্থীর অংশ নেওয়ার কথা ছিল। নিয়মিত মোট ১ লাখ ২০ হাজার ৮৯৮ জন পরীক্ষার্থীর মাঝে প্রথমদিনে অংশ নিয়েছে ১ লাখ ২০ হাজার ৪৯৮ জন শিক্ষার্থী। এ বছর চট্টগ্রামে ১৯৬টি পরীক্ষাকেন্দ্র আছে। এর মধ্যে চট্টগ্রাম জেলায় ১১৬টি, কক্সবাজারে ২৭টি, রাঙামাটি ১৯টি, খাগড়াছড়ি ২২টি ও বান্দরবানে ১২টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ বলেন, ‘প্রথমদিনের পরীক্ষায় ৪০০ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। তবে এবার অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা গতবারের চেয়ে অনেক কম। তাছাড়া পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অপরাধে খাগড়াছড়ির দীঘিনালা কেন্দ্রের বাবুছড়া উচ্চ বিদ্যালয়ের দুইজন পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে।’