বরিশাল শিক্ষা বোর্ডে এক লাখ ১৩ হাজার পরীক্ষার্থী এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে

শাওন অরন্য (বরিশাল প্রতিনিধী): ৩ ফেব্রুয়ারি সোমবার সকাল ১০টায় সারাদেশের মতো একযোগে বরিশালেও শুরু হয়েছে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা। এ পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডে অংশ নিচ্ছে এক লাখ ১৩ হাজার পরীক্ষার্থী।এবার এসএসসি পরীক্ষায় বরিশাল বোর্ডের আওতাধীন এই বিভাগের ছয় জেলায় এ বছর মোট এক হাজার ৪২৮টি বিদ্যালয় থেকে এক লাখ ১৩ হাজার ৮৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। যা গত বছর থেকে ৫,৫০৮ জন বেশি। এবারও বরিশাল জেলায় পরীক্ষার্থীর সংখ্যা বেশি। এ জেলার মোট এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে ৩৭ হাজার ৮১৭ জন। এর মধ্যে ছাত্র ১৮ হাজার ১১৩ জন এবং ছাত্রী ১৯ হাজার ৭০৪ জন। এবারের এসএসসি পরীক্ষায় বরিশালে একটি কেন্দ্র বাড়ানো হয়েছে। এদিকে সকাল বেলা বরিশাল জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান বরিশালের বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন। শুরুতে বরিশাল সরকারি জিলা স্কুলের পরিক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন বরিশাল জেলা শিক্ষা অফিসার মোঃ আনোয়ার হোসেন, দায়িত্বরত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। আরো উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক। পরে সেখান থেকে সরকারি বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ কেন্দ্র পরিদর্শন করেন।