

রাজু আহমেদ (নীলফামারী জেলা প্রতিনিধি): নীলফামারীর জেলার প্রাণ কেন্দ্র, সৈয়দপুর পৌর নির্বাচনে সব জল্পনা কল্পনা অবসান ঘটিয়ে অবশেষে ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনয়ন চুড়ান্ত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। সৈয়দপুর রাজনৈতিক জেলা যুবদলের সাবেক সভাপতি রশিদুল হক সরকার দল থেকে মনোনীত হয়েছেন।বিষয়টি আমাদের নিশ্চিত করেছেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আব্দুল গফুর সরকার। আলহাজ্ব রশিদুল হক সরকার সৈয়দপুর পৌরসভার মেয়র প্রয়াত আমজাদ হোসেন সরকারের ছোট ভাই। এর আগে গত শনিবার সন্ধ্যায় সৈয়দপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে সদ্য বিএনপিতে যোগদানকারী নীলফামারী-৪ আসনের সাবেক এমপি শওকত চৌধুরীকে মনোনয়ন দেয়া হয়েছিল।সৈয়দপুর পৌরসভা নির্বাচনে ১৬ জানুয়ারী ভোট নেওয়ার কথা ছিল। কিন্তু ভোটের দুই দিন আগে মেয়র পদের স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান মেয়র আমজাদ হোসেন সরকার মারা যান। এ কারণে নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন। পরে ২৮ ফেব্রুয়ারী ভোট নেওয়ার দিন ধার্য করা হয়।উল্লেখ্য যে, সৈয়দপুর পৌরসভার মেয়র পদে প্রতিদ্বন্দ্বীতায় আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে লড়ছেন সাবেক মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মরহুম আখতার হোসেন বাদলের পত্নী রাফিকা আকতার জাহান বেবী, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী শিল্পপতি সিদ্দিকুল আলম, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের হাতপাখা প্রতীকের নুরুল হুদা ও মোবাইল ফোন প্রতিক নিয়ে স্বতন্ত্র প্রার্থী রবিউল আউয়াল রবি।তবে ৫ম ধাপের নির্বাচনে সৈয়দপুর পৌরসভার মেয়র ও ১২ নং ওয়ার্ডের সাধারন কাউন্সিলর পদের জন্য ২ ফেব্রুয়ারি মনোনয়ন পত্র জমাদানের শেষ তারিখ, ৪ ফেব্রুয়ারি যাচাই বাছাই, মনোনয়পত্র প্রত্যাহাররের শেষ দিন ১১ ফেব্রুয়ারি এবং প্রতিক বরাদ্দ হবে ১২ তারিখ এবং ২৮ শে ফেব্রুয়ারি ভোট অনুষ্ঠিত হবে।