মেয়রপ্রার্থী জান্নাতুল ইসলাম নির্বাচন বর্জন করেছেন।
চরমোনাই পীরের অনুসারী হাতপাখা প্রতীকে মেয়রপ্রার্থী জান্নাতুল ইসলাম নির্বাচন বর্জন করেছেন।
নির্বাচন বর্জনের বিষয়টি তিনি বুধবার (২৭ জানুয়ারি) বিকেল ৩টায় রিটার্নিং অফিসার হাসানুজ্জামানকে লিখিতভাবে জানান।জান্নাতুল বলেন, খুলশী রেলওয়ে হাসপাতাল কেন্দ্র পরিদর্শনে গেলে আমার উপর হামলা হয়। এছাড়াও প্রত্যেকটা কেন্দ্র থেকে আমার এজেন্টদের বের করে দেওয়া হয়েছে।
তিনি চ্যানেল ২১ কে আরো বলেন, ভোটারদের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে ইভিএম মেশিনে ভোট প্রয়োগ করছিল সরকারি দলের লোকজন।