আট দিনে চীন থেকে বাংলাদেশে এসেছেন প্রায় চার হাজার

Share the post

চীন থেকে ফেরত আসা এক বাংলাদেশি যাত্রীর শরীরে জ্বর থাকায় করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে তাকে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (২৯ জানুয়ারি) রাতে চীন থেকে দেশে ফেরেন তিনি।

এদিকে, গত আট দিনে চীন থেকে বাংলাদেশে এসেছেন প্রায় চার হাজার যাত্রী। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাত দিয়ে এমন খবর জানিয়েছে জার্মান গণমাধ্যম ডয়চে ভেলে।

বিমানবন্দরের জরুরি হেলথ ডেস্কের ডা. জহিরুল ইসলাম জানান, “চীন থেকে আসা যাত্রীদের আমরা ২১ জানুয়ারি রাত থেকে স্ক্যানিং করছি৷ এ পর্যন্ত আমরা তিন হাজার ৭৫৪ জনকে স্ক্যানিং করেছি৷ আমাদের গাইডলাইন হলো চীন থেকে কোনো যাত্রী আসলেই তাকে স্ক্যানিং করতে হবে৷ তার জ্বর বা সর্দি কাশি থাকলেই তাকে অবজারভেশনে রাখতে হবে৷ চীন থেকে আসা ওই বাংলাদেশির জ্বর ছাড়াও সর্দি- কাশি আছে৷”

রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইসিডিডিআর) করোনা ভাইরাসের পুরো বিষয়টি পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ করছে৷ আইসিডিডিআর জানায়, চারটি হটলাইনের মাধ্যমে তথ্য সংগ্রহ করা হচ্ছে৷ বিমানবন্দরে চীন থেকে আসা যাত্রীদের একটি কার্ড দেওয়া হচ্ছে৷ সেই কার্ডে তাদের করণীয় এবং সেবা পাওয়ার জন্য ফোন নম্বর দেওয়া আছে৷

চীন থেকে আসা নিবন্ধিতদের মধ্যে এখন পর্যন্ত ১০০ জন আইইডিসিআর-এর হটলাইনে লক্ষণ দেখে যোগাযোগ করেছেন৷ তবে তারা কেউই করোনা ভাইরাসে আক্রান্ত নন ৷

প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, বুধবার ৫৪টি কল এসেছে৷ এরমধ্যে নয়টি কল ছিলো করোনা সম্পর্কিত৷ কিন্তু তাদের কারুরই করোনা পজিটিভ নয়৷ করোনা ভাইরাসে আক্রান্তের লক্ষণ পুরোপুরি স্পষ্ট হতে সর্বোচ্চ ১৪ দিন লাগে৷ আমরা এখন পর্যন্ত কোনো আক্রান্ত রোগী পাইনি৷

এদিকে বিমানবন্দর ও স্থলবন্দর ছাড়াও সারাদেশের জেলা প্রশাসকদের চীন থেকে আসা ব্যক্তিদের তালিকা করতে বলা হয়েছে৷

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

ইসরায়েল এর পণ্য বর্জনে ছাত্রদলের বিক্ষোভ”

Share the post

Share the postমাহমুদুল ইসলাম সাগর জেলা প্রতিনিধি ঃফিলিস্তিনের গাজায় গণহত্যার প্রতিবাদে সাভার সরকারি কলেজ ছাত্রদল বিক্ষোভ করে ইসরাইলি পণ্য বর্জনের  আহবান জানিয়েছেন। কেন্দ্রীয় ছাত্রদলের কর্মসূচির অংশ হিসেবে সমাবেশ ও বিক্ষোভ করের নেতাকর্মীরা।  (৮ এপ্রিল) বেলা  প্রায় ১১টায় সাভার সরকারি কলেজ মাঠ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে ঢাকা-আরিচা মহাসড়কের ইয়ামিন চত্বরে গিয়ে  মাধ্যমে শেষ হয়। এ কর্মসূচিতে […]

আশুলিয়ায় “গাজায়” ইসরায়েলি হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

Share the post

Share the postমাহমুদুল ইসলাম সাগর জেলা প্রতিনিধি :ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ‘দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ কর্মসূচির অংশ হিসেবে শিল্পাঞ্চল আশুলিয়ায় বিক্ষোভ মিছিল করেছেন সাধারণ মুসলিম জনতা। সোমবার (৭এপ্রিল) দুপুরের আশুলিয়ার জামগড়া রাস্তা থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি শিমুলতা মহাসড়ক পর্যন্ত প্রদক্ষিণ  করে এই কর্মসূচী পালন করেন এলাকাবাসী। বিক্ষোভকারীদের কণ্ঠে শোনা যায়, ‘ইসরায়েলের কালো হাত, […]