মির্জাপুরে মাটি কাটার অপরাধে ব্যবসায়ীকে জরিমানা
মাসুদ পারভেজ, স্টাফ রিপোর্টার : টাংগাইল মির্জাপুর উপজেলার চানপুর এলাকায় ভ্রাম্যমান আদালতের মোবাইল কোর্ট পরিচালনা করে এক মাটি ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ ১৬/০১/২০২১ ইং তারিখে মির্জাপুর উপজেলার চানপুর এলাকায় অবৈধভাবে মাটি কাটতেছে, এমন সংবাদের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করেন মির্জাপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো: জুবায়ের হোসেন ।মোবাইল কোর্ট পরিচালনা করে মোঃ নজরুল ইসলাম, পিতা: রহিজ উদ্দিন সরকার, সাং: গোড়াই খামারপাড়া কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় । মির্জাপুর উপজেলার সহকারী কমিশনার( ভূমি) মোঃ জুবায়ের হোসেন বলেন,জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।