সুনামগঞ্জের পৌর পিতা হলেন আওয়ামী লীগ প্রার্থী নাদের বখত
আল হাবিব,সুনামগঞ্জ: সুনামগঞ্জ পৌরসভায় মেয়র পদে ২য় বারের মত আওয়ামী লীগের নৌকার মনোনীত প্রার্থী বর্তমান মেয়র নাদের বখত ২১ হাজার ৬শত ৮৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী মুর্শেদ আলম ৫ হাজার ৮শত ৭০ ভোট পেয়েছেন। শনিবার রাতে সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও সুনামগঞ্জ পৌরসভার নির্বাচনী কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম ঐ ফলাফল ঘোষণা করেন। উল্লেখ্য, সুনামগঞ্জ পৌরসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেন ৪৭ হাজার ১৫ জন ভোটার। এরমধ্যে পুরুষ ভোটার ২৩ হাজার ২৩৮ এবং মহিলা ভোটার ২৩ হাজার ৭৭৭ জন।