গাজীপুরের মাওনায় মোটরসাইকেলের ধক্কায় বৃদ্ধের মৃত্যু।
আব্দুল আহাদ (গাজীপুর): গাজীপুর জেলার মাওনায় ঢাকা-ময়মনসিংহ হাইওয়ে রাস্তা পাড় হওয়ার সময় বেপরোয়া মোটরসাইকেল এর ধক্কায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মাওনা ওভারব্রিজ এর পাশে মাওনা মহা সি এনএনজি সংলগ্ন এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় সোমবার দুপুর ২টা ৩০মিনিট। মাওনা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। লাশটি বর্তমানে হাইওয়ে পুলিশ ফাড়িতে রয়েছে। পুলিশ জানায় বৃদ্ধের বাড়ি ঠাকুরগাঁও এবং বর্তমান বাড়ি মাওনা এলাকার দরগাচালায়। হাইওয়ে পুলিশ মোটরসাইকেল আরোহীসহ আটক করতে সক্ষম হয়েছে।