বিকাশের প্রতারকচক্র ৩০ সেকেন্ডে টাকা ওঠায় চট্টগ্রামে, ফোন যায় বাগেরহাট থেকে

Share the post

‘আপনার বিকাশ একাউন্ট আপডেট করতে হবে, না হলে একাউন্ট বন্ধ হয়ে যাবে। আপনার পিন নম্বর বলুন’— বিনীত কণ্ঠে বাগেরহাট থেকে ফোন যায় ঢাকার এক নারীর কাছে। সরল মনে পিন নম্বরটি দিতেই সেকেন্ডের মধ্যে সেই তথ্য চলে আসে চট্টগ্রামে। মুহূর্তেই চট্টগ্রামে থাকা প্রতারকচক্রের সদস্যরা ওই নারীর একাউন্ট থেকে সব টাকা হাতিয়ে নেয়। মাঝখানে সময় লেগেছে কেবল ৩০ সেকেন্ড।

প্রতারণা করে বিকাশ একাউন্টে থাকা টাকা হাতিয়ে নেওয়ার এমন চক্রের খোঁজ পেয়েছে পুলিশ— যারা দেশের বিভিন্ন স্থানে বিকাশ একাউন্টধারীদের কাছে ফোন করে বাগেরহাটে বসে। আর ফোনে প্রতারণা সফল হলে সেই টাকা ক্যাশআউট হয় চট্টগ্রামে। এই চক্রটি ভুয়া ও অন্যের এনআইডি দিয়ে বিকাশ অ্যাকাউন্ট খুলে মাত্র ৩০ সেকেন্ডে অন্যের অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নিতে পারদর্শী।

গত ১২ ডিসেম্বর এমন প্রতারণার শিকার শিউলী নামে এক নারী রাজধানীর কলাবাগান থানায় মামলা দায়ের করার পর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ চট্টগ্রাম, বাগেরহাট ও ঢাকা থেকে এই সংঘবদ্ধ চক্রের মূলহোতাসহ পাঁচ জনকে গ্রেপ্তার করে।

জানা গেছে, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ গত ২২ ডিসেম্বর বিকাশ প্রতারকচক্রের মূল হোতা জুবায়ের ইসলামকে বাগেরহাট থেকে গ্রেপ্তার করার পর তার স্বীকারোক্তি অনুযায়ী চট্টগ্রামে অভিযান চালিয়ে শহীদুল ইসলাম ও মাসুদুর রহমান নামের দুজনকে গ্রেপ্তার করে। এছাড়া ঢাকা থেকে একই চক্রের আরও দুই সদস্য মুকুল হাওলাদার ও শামীম মোল্লাকে ধরা হয়। তাদের কাছ থেকে ১৫টি মোবাইল ফোনসহ বিভিন্ন অপারেটরের ২০টি সিম উদ্ধার করা হয়।

যে নারীর অভিযোগসূত্রে এই প্রতারকচক্রের খোঁজ পাওয়া গেছে, ভুক্তভোগী সেই নারী শিউলী জানিয়েছেন, বিকাশের প্রধান কার্যালয় থেকে ফোন করা হচ্ছে— এমন কথা বলে তার কাছে একটি ফোন আসে। অপরপ্রান্তের ব্যক্তি শিউলীকে বলেন, ‘আপনার বিকাশ একাউন্ট আপডেট করতে হবে, না হলে একাউন্ট বন্ধ হয়ে যাবে। আপনার পিন নম্বর বলুন।’ সরল মনে শিউলী তাদের ছয় সংখ্যার পিন নম্বরটি দেন। এর মাত্র ৩০ সেকেন্ডের মধ্যে তার একাউন্ট থেকে সব টাকা হাতিয়ে নেওয়া হয়।

বিকাশ প্রতারকচক্রের সদস্যরা পুলিশের জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, তারা চট্টগ্রাম ও ঢাকাসহ বিভিন্ন জেলায় ঘুরে বেড়ান। টাকা পাঠানোর ভান করে তারা বিকাশের বিভিন্ন এজেন্টের দোকান থেকে কৌশলে হিসাব খাতার ছবি তুলে নেন। এরপর সেই ছবি পাঠিয়ে দেওয়া হয় বাগেরহাটের জুবায়ের ইসলামের কাছে। ছবি থেকে ফোন নম্বর বাছাই করে জুবায়ের টার্গেট করা বিকাশ একাউন্টধারীকে ফোন দেওয়ার কাজটি নিজেই করে থাকেন। সবসময় তাদের মূল লক্ষ্য থাকে, পিন নম্বরটি হাতিয়ে নেওয়া। এটা পেলেই তারা মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে বিকাশের টাকা ট্রান্সফার করে নেন নিজেদের একাউন্টে। এরপর সেই টাকা ক্যাশআউট করা হয় চট্টগ্রামে।

ক্যাশআউট করার ক্ষেত্রেও তারা আরেক কৌশলের আশ্রয় নেয়। পাঁচ হাজার টাকার বেশি টাকা তুলতে এনআইডি লাগে বলে, তারা প্রতিবারই পাঁচ হাজার টাকার কম ক্যাশআউট করে। অন্যদিকে প্রতারকচক্র নিজেরা যেসব একাউন্ট খোলে, সেগুলো খোলা হয় কখনও ভুয়া এনআইডি ব্যবহার করে, কখনও বা আবার অন্যজনের এনআইডি ব্যবহার করে। এছাড়া বিভিন্ন অপারেটরের সিমও কৌশলে অন্য লোকের এনআইডি ব্যবহার করে নিবন্ধন করে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

স্বজনপ্রীতি ও দুর্নীতি তদন্তে ইবিতে তথ্য চেয়ে নোটিশ

Share the post

Share the postসুবংকর রায়, ইবি প্রতিনিধি :কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি)২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত শিক্ষক কর্মকর্তা-কর্মচারী নিয়োগ-সংক্রান্ত অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি ও দুর্নীতির পৃষ্ঠপোষকতাকারীদের চিহ্নিতকরণে তথ্য চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আর এসকল সংক্রান্ত তথ্য অনুসন্ধানের নিমিত্তে গঠন করা হয়েছে তদন্ত কমিটি। আজ মঙ্গলবার (১৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী নিয়োগ-সংক্রান্ত অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি ও দুর্নীতির পৃষ্ঠপোষকতাকারীদের […]

নরসিংদীতে পোশাককর্মীর পর এবার ৩ সন্তানের জননীকে ধর্ষণের অভিযোগ

Share the post

Share the post আশিকুর রহমান, নরসিংদী :- নরসিংদীর বেলাবতে এক পোশাককর্মীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগের পর এবার রায়পুরা উপজেলায় ৩ সন্তানের জননী পঞ্চাশোর্ধ এক নারী ধর্ষণের অভিযোগ উঠেছে। পরপর এধরণের ঘটনায় জেলাজুড়ে আতংক ছড়িয়ে পড়ছে। তবে বেলাব এর ঘটনায় পুলিশ ২ জনকে আটক করেছেন। আটককৃতরা হলেন, বেলাব উপজেলার মাটিয়াল পাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে দেলোয়ার হোসেন […]