মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের অভিযানঃ ২,০০০( দুই হাজার) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০৩ জন গ্রেফতার
মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের অভিযানঃ ২,০০০( দুই হাজার) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০৩ জন গ্রেফতার ২৮/০১/২০২০ইং রাত ০২.৪৫ ঘটিকায় মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) জনাব আসিফ মহিউদ্দীন মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় সহকারী পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) জনাব পিযুষ চন্দ্র দাস এর তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক জনাব বিশ্বজিৎ এর নেতৃত্বে এসআই(নিঃ)/মোঃ সাইদুল ইসলাম, এসআই(নিঃ)/ মোঃ মোশারফ হোসেন ও সঙ্গীয় ফোর্স’সহ গোপন সংবাদের ভিত্তিতে সিএমপি‘র কোতোয়ালী থানাধীন লালদিঘী পাড় এলাকায় অভিযান পরিচালনা করে ১) মোঃ জুবায়ের হোসেন(২০), ২) মোঃ আবদুল্লাহ(২০), ৩) মজিবুর রহমান(৪৮) ‘কে গ্রেফতার করেন। এসময় উক্ত আসামীদের হেফাজত হইতে ২,০০০ (দুই হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এতদসংক্রান্তে তাহাদের বিরুদ্ধে সিএমপি’র কোতোয়ালী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।