কিশোরগন্জ থানায় দেশের এই প্রথম লাশ রাখার হিম ঘরের উদ্বোধন
মোঃ মাইনুল হক, বিশেষ প্রতিনিধি: বাংলাদেশের অন্য থানায় লাশ রাখার হীম ঘরের নেই কোনো ব্যবস্থা। নীলফামারীর কিশোরগঞ্জে এই প্রথম অফিসার ইনচার্জ আব্দুল আউয়ালের ব্যতিক্রমী উদ্যোগে তার ঐকান্তিক প্রচেষ্টায় থানা চত্বরে স্থাপিত হিম ঘরের শুভ উদ্বোধন করা হয়। সোমবার দুপুরে ফিতা কেটে হিমঘরটির উদ্বোধন করেন নীলফামারী জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান বিপিএম পিপিএম। বিভিন্ন দুর্ঘটনায় থানায় আগত নিহত ব্যক্তির মরদেহ খোলা আকাশ কিংবা ছাউনির নিচে শীত কিংবা গরমে স্বজনের অপেক্ষায় দুর্গন্ধ ছড়ায। মৃত্যু ব্যক্তির শেষ যাত্রায় বিকৃতি হীন মরদেহ দাফনের অস্বস্তিতে ভোগেন অনেকে। মৃত্যু ব্যক্তির সুষ্ঠুভাবে সৎকারের অধিকার আর ভোগান্তি লাঘবের লক্ষ্যে এক ব্যবসায়ীর সহায়তায় নিজ প্রচেষ্টায় মানবতার ফেরিওয়ালা ওসি আবদুল আউয়াল বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন। এসময় আরো উপস্থিত ছিলেন, নীলফামারীর সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল পিপিএম (সেবা), কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল, কিশোরগঞ্জ থানার ওসি (তদন্ত) মফিজুল ইসলাম প্রমুখ।