আহত ভিডিও জার্নালিস্টকে দেখতে তার বাসায় ইশরাক
রাজধানীর গোপীবাগে আওয়ামী লীগ-বিএনপি কর্মীদের সংঘর্ষে আহত সময় টিভির ভিডিও জার্নালিস্ট আশরাফুল ইসলামকে দেখতে তার বাসায় গিয়েছিলেন বিএনপির ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী ইশরাক হোসেন।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাতে মগবাজারের আশরাফুলের সাথে দেখা করে তার স্বাস্থ্যের খোঁজ খবর নেন এবং তার সুস্থতা কামনা করেন।
এসময় ইশরাক বলেন, পরাজয় নিশ্চিত জেনেই হামলার পথ বেছে নিয়েছে আওয়ামী লীগ। এ ঘটনাকে অনাকাঙ্খিত উল্লেখ করেন ইশরাক সুষ্ঠু ভোট আয়োজনে সবাইকে সজাগ থাকার আহবান জানান।