ডিসিকে প্রত্যাহারের দাবি সুনামগঞ্জ আইনজীবী সমিতির

Share the post

 আল হাবিব ।।   সুনামগঞ্জ প্রতিনিধি :           সুনামগঞ্জে নতুন নির্মাণ করা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের নির্ধারিত প্রবেশ পথ পরিবর্তনে ডেপুটি কালেক্টর এর অশুভ পায়তারার প্রতিবাদে সুনামগঞ্জে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) সকালে সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির আয়োজনে আদালত প্রাঙ্গনে ঐ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড.আফতাব উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাড.মো.বদর উদ্দিনের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, জ্যেষ্ঠ আইনজীবী সমিতির সাবেক সভাপতি বজলুল মজিদ চৌধুরী, অ্যাড.হুমায়ূন মঞ্জুর চৌধুরী, অ্যাড. মাশুক আলম, রবিউল লেইস, সৈয়দ শামসুল ইসলাম, অ্যাড.শফিকুল ইসলাম, মল্লিক মইন উদ্দিন মো. সোহেল প্রমুখ।

ঘন্টা ব্যাপী মানববন্ধনে বক্তারা বলেন, সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ সুনামগঞ্জ আসার পর থেকে আইনজীবী সমিতির বিভিন্ন কাজে বাধা দিচ্ছেন, কিন্তু কেন। আইনজীবী সমিতির উপর আপনার এত ক্ষোভ কেন। আমরা জানতে চাই। বক্তারা আরো বলেন, ২০১৬ সালে ১০তলা এই ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। এটি জেলা প্রশাসকের কার্যালয়ের পাশেই নির্মাণ হচ্ছে। ভবনে যাওয়ার রাস্তায় নকশায় উল্লেখ আছে। কিন্তু গত বছর নকশায় থাকা রাস্তার উপর একটি সরকারি গোদাম নির্মাণের কাজ শুরু হয়। আইনজীবীরা বাধা দেন।

এরপর আদালতে এ নিয়ে একটি মামলা হলে আদালন সেখানে হিস্থাবস্তার আদেশ দেন। কিন্তু ঐ কেমন ডিসি, যে ডিসি আদালতের রায় মানে না, তাই আমরা দ্রুত ঐ ডিসিকে সুনামগঞ্জ থেকে প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছি। আর তা যদি না করা হয় তাহলে আমরা কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবো।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

শায়েস্তাগঞ্জে নারী ও শিশু মামলায় আসামী গ্রেফতার!

Share the post

Share the postস্বপন রবি দাশ,হবিগঞ্জ জেলা প্রতিনিধি: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে নারী ও শিশু নির্যাতন দমন আইন মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোঃ কাওছার মিয়া কে গ্রেফতার করেছে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গতকাল শনিবার রাতে নোয়াগাঁও(বাখরপুর এলাকা থেকে গ্রেফতার করে শায়েস্তাগঞ্জ মডেল থানায় নিয়ে আসেন। গ্রেফতারকৃত আসামী হলো- শায়েস্তাগঞ্জ উপজেলার নোয়াগাঁও(বাখরপুর) গ্রামের মৃত আছকির মিয়ার পুত্র মোঃ […]

সিলেটের দক্ষিণ সুরমা ওভারব্রিজ থেকে ১ লক্ষ ৪০ হাজার টাকা ছিনতাই

Share the post

Share the postসিলেট প্রতিনিধি : সিলেট শহরের দক্ষিণ সুরমার কদমতলি ওভারব্রিজ এলাকায় আল আরাফাহ ইসলামী ব্যাংক গোলাপগঞ্জ শাখার সহকারী ছিনতাইয়ের শিকার হয়েছেন। জানা যায়, শাহিন নামের এক ব্যক্তির নিকট থেকে মঙ্গলবার (১ অক্টোবর)  বেলা সাড়ে ১২টার দিকে সিলেটের দক্ষিণ সুরমা এলাকার কদমতলী ওভারব্রিজ থেকে ১ লক্ষ ৪০ হাজার টাকা ছিনতাই নিয়ে যায় ছিনতাইকারীরা। এ ঘটনায় […]