ভারতে করোনা পরিস্থিতির অবনতি হবে ডিসেম্বরেই

Share the post

করোনাভাইরাসে বিধ্বস্ত রাজ্যগুলি এখন থেকে প্রস্তুতি না নিলে, ডিসেম্বরে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। এমনই সতর্কবার্তা দিয়েছে সুপ্রিম কোর্ট।

গত দুদিনে কেন্দ্র শাসিত অঞ্চল দিল্লি, এছাড়া গুজরাট, মহারাষ্ট্র ও আসাম এই ৩টি রাজ্যে করোনা আক্রান্তের হার ব্যাপক হারে বেড়েছে। সেজন্য, সরকারের থেকে বিস্তারিত রিপোর্ট চেয়েছে সুপ্রিম কোর্ট। রাজ্যগুলির বর্তমান পরিস্থিতি এবং তা নিয়ন্ত্রণে কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে, তাও জানতে চেয়েছে শীর্ষ আদালত।

উল্লেখ্য, রাজধানীতে করোনা আক্রান্তের সংখ্যা ৫.২৯ লক্ষ পেরিয়েছে। দেশের মধ্যে করোনায় সবচেয়ে বেশি বিধ্বস্ত দিল্লি। অন্যদিকে মহারাষ্ট্রেও পাল্লা দিয়ে কোভিড কেস বেড়েছে। রোববারই মহারাষ্ট্রে দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৫ হাজার ৭৫৩। উদ্ধব ঠাকরের রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৭.৮ লক্ষ পেরিয়েছে। এছাড়া গুজরাটেও হঠাৎ বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যা। বাধ্য হয়ে নাইট কারফিউ জারির পথে হেঁটেছে আহমেদাবাদ, রাজকোট, সুরাট ও ভাদোদরায়। আপাতত স্কুল-কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন গুজরাটের বিজয় রূপানীর সরকার। চলতি মাসে করোনা আক্রান্তের সংখ্যা ব্যাপক বৃদ্ধি নিয়ে মামলাটি শুনেছে বিচারপতি অশোক ভূষণ, আর সুভাষ রেড্ডি ও এমপি শাহর ডিভিশন বেঞ্চ।

এদিকে ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৯১ লক্ষ পেরিয়ে গিয়েছে। শীত মওসুমে আক্রান্তের হার যথেষ্ট উদ্বেগ বাড়িয়েছে।

 

পিডিএসও/হেলাল

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

ভারি বর্ষণে বিপর্যস্ত মুম্বাই; বাতিল অর্ধশতাধিক ফ্লাইট, বন্ধ স্কুল-কলেজ

Share the post

Share the postভারি বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের মুম্বাই শহর। প্রবল বর্ষণের জেরে শহরটিতে ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এছাড়া শহরটির ব্যস্ত বিমানবন্দরে অর্ধশতাধিক ফ্লাইট বাতিল করা হয়েছে। বন্ধ ঘোষণা করা হয়েছে মুম্বাইয়ের সকল সরকারি, বেসরকারি স্কুল ও কলেজ।সোমবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় মুম্বাই […]

দেশবাসীকে দুই বছরের আয়ের হিসাব দিলেন জেলেনস্কি

Share the post

Share the post দুর্নীতির কারণে প্রায়ই সরকারি কর্মকর্তাদের বরখাস্ত করতে দেখা যায় ইউক্রেনে। এ ছাড়া জনপ্রতিনিধিরাও হন বরখাস্ত। এসব কারণে বারবার দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তোলেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এবার স্বচ্ছ তদন্তে জোর দিয়ে নিজের আয়ের হিসাব দিলেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, জেলেনস্কির দুই বছরের আয়ের তথ্য রোববার ইউক্রেনের প্রেসিডেন্সিয়াল ওয়েবসাইট থেকে প্রকাশ […]