চুকনগর বয়ারসিং স্কুল প্রাঙ্গণে ৮ দলিয় নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্টিত

Share the post

জাহাঙ্গীর আলম (মুকুল) ডুমুরিয়া (খুলনা):  প্রতিনিধি বুধবার(৪ই নভেম্বর) দিবাগত রাত নয়টায় ডুমুরিয়া উপজেলার বয়ারসিং সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বয়ারসিং ক্রিকেট কমিটির আয়োজনে আনন্দঘন পরিবেশের মধ্যদিয়ে ৮ দলিয় টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়। বাপ্পা রায়ের পরিচালনায় ৮ দলিয় টি টোয়েন্টি টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে আট দলিয় টি টোয়েন্টি টুর্নামেন্টের আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন ঘোষনা করেন আটলিয়া ইউপি চেয়ারম্যান এ্যড প্রতাপ রায়। খেলায় একতা ক্রিকেট একাদশ কে চার উইকেটে পরাজিত করে বৈঠাহারা ক্রিকেট একাদশ চ্যাম্পিয়ন হয়। আট ওভারের নির্ধারিত খেলায় প্রথমে মাঠে নেমে দুই উইকেট হারিয়ে বৈঠাহারা ক্রিকেট একাদশ ৯৭ রান করে। ম্যান অব দ্যা ম্যাচ ও ম্যান অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হয়েছেন বৈঠাহারা ক্রিকেট একাদশের সবুজ মন্ডল, ম্যাচ পরিচালনা করেন আম্পায়ার নিউটন সরদার ও অমিত মন্ডল। টি টোয়েন্টি টুর্নামেন্টে মোট আটটি দল অংশ গ্রহন করে।

খেলা শেষে বিজয়িদের মাঝে পুরস্কার বিতরণ করেন আটলিয়া ইউনিয়ন পারিষদের ছয় নং ওয়ার্ডের ইউপি সদস্য অসিম সরদার,ও সাবেক ইউপি সদস্য বিষ্ণু মন্ডল, এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আটলিয়া ইউনিয়নের ইউপি সদস্য আঃ হালিম (মুন্না), বিশিষ্ট ব্যাবসায়ি শেখ মুরশিদ আলম, সিন বাংলা টেলিভিশনের উপজেলা প্রতিনিধি সাংবাদিক দেবব্রত মন্ডল, মনোজ সরদার, মাদারতলা পুলিশ ক্যাম্পের এস আই আঃ হান্নান,সাংবাদিক আঃ কুদ্দুস পতিরাম হালদার সহ আরও অনেকে। উক্ত টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ধারা বর্ণনা করেন পুলিস সদস্য সন্জয় মন্ডল, প্রধান অথিতির বক্তব্যে এ্যড প্রতাপ রায় বলেন আমরা ক্রীড়াক্ষেত্রে বিভিন্ন ভাবে মানুষকে বিনোদন দেওয়ার চেষ্টা করেছি। ২০১৭ সালের নভেম্বর মাসে ১৬ দলিয় চেয়ারম্যান ক্যাপ নকআউট ফুটবল খেলার আযোজন করেছিলাম নরনিয়া মাঠে। ফাইনাল খেলায় দুইজন মন্ত্রী ঊপস্হিত ছিলেন। লক্ষাধিক লোকের সমাবেশ সেখানে হয়েছিলো। কোনো অপৃতিকর ঘঠনা সেখানে ঘঠেনি। আজ যারা এই বয়ারসিং মাঠে খেলার পরিবেশ বজায় রাখবার জন্য এই মাঠকে সংরক্ষন করেছেন। যাদের অবদান রয়েছে এই পরিবেশ সৃষ্টিতে তাদের কে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। বয়ারসিং ক্রিকেট কমিটির উত্তম মন্ডল,বিনয় সরদার, সুরান্জন সরদারের সার্বিক আয়োজনে এই মিনি ক্রিকেট নাইট টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন হয়। উক্ত খেলাটির সম্পূর্ণ স্পন্সর করেন শাপলা ডেকোরেটর বয়ারসিং বাজার

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

বাগেরহাটের ফকিরহাটে ট্রাকের চাপায় যুবক নিহত

Share the post

Share the postএ এইচ নান্টু, বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে মালবাহী ট্রাকের ধাক্কায় অন্য ট্রাকের সহযোগী নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর)দুপুরে উপজেলার টাউন-নওয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তানজু শেখ (১৮) গোপালগঞ্জ সদরের খেলনা এলাকার ট্রাক চালক ইকবাল শেখের ছেলে। ফকিরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার মোল্লা মনিরুজ্জামান জানান, ট্রাক চালক ইকবাল শেখ বাগেরহাটের […]

বাগেরহাটে পিকআপ-ইজিবাইকের সংঘর্ষে নারী সহ নিহত- ৪

Share the post

Share the postএ এইচ নান্টু, বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে পিকআপ ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীসহ ইজিবাইকের চার যাত্রী নিহত হয়েছে। এসময় আরো ৩ যাত্রী আহত হয়েছে। সোমবার (৯ সেপ্টেম্বর) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের ফকিরহাটের কাটাখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, বাগেরহাটের মুনিগঞ্জ এলাকার নোমান শেখের স্ত্রী স্কুল শিক্ষিকা নিপা বেগম (২৮), রামপাল উপজেলার নবাবপুর এলাকার […]