ইন্টার্যাক্ট ক্লাব অব কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ব ইন্টার্যাক্ট সপ্তাহ ২০২০ইং উদযাপন
কুমিল্লা প্রতিনিধি: ইন্টার্যাক্ট ক্লাব অব কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ব ইন্টার্যাক্ট সপ্তাহ ২০২০ইং উদযাপনের লক্ষে ৩য় প্রকল্পের আওতাধীন কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) এর পরিছন্নতা কর্মীদের মাঝে উপহার সামগ্রী প্রদান করে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- যিনি কুমিল্লাকে মডেল সিটি কর্পোরেশন হিসেবে রূপান্তর করতে দিন রাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্চেন কমিুল্লা সিটি কর্পোরেশন (কুসিক) এর সন্মানিত মেয়র জনাব মোহাম্মদ মনিরুল হক_সাক্কু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ মোঃ আলমগীর খান, বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশন এর বর্জ্য পরিচালনা বিভাগের সুপারভাইজার মোঃ ইকরাম হোসেন ইকু।
উক্ত প্রকল্প বাস্তবায়ন করার লক্ষে আরো উপস্থিত ছিলেন রোটার্যাক্ট ক্লাব অব কুমিল্লা ভিক্টোরিয়া’র সাবেক সভাপতি রোটার্যাক্টোর সোহেল ভূঞা, ইন্টর্যাক্ট জেলা সংগঠন ৩২৮২ এর সম্মানিত জেলা প্রতিনিধি ইন্টা. শেখ সাদি, ইন্টার্যাক্ট ক্লাব অব কুমিল্লা ভিক্টোরিয়া’র সভাপতি ইন্টা মেহেদী হাসান ইমন, সহ-সভাপতি ইন্টা রবিউল সানি, সচিব হাসিবুল শাহরিয়ার, সাধারণ সম্পাদক ইন্টা. আবির আহমেদ যুগ্ম সচিব নাফি রহমান, সদ্য বিদায়ী সভাপতি ইন্টা সালসাবিল নাফি সহ অন্যান্য নেতৃবৃন্দ।