রাংগুনিয়ায় মোগলের হাটে আহলে সুন্নাতের মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অনুষ্ঠিত
তৌহিদুল ইসলাম(রাঙ্গুনিয়া প্রতিনিধি) : মহানবী হযরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) কে নিয়ে ফ্রান্সের ব্যঙ্গ চিত্রের প্রতিবাদে আহলে সুন্নাত ওয়াল জা’মায়াত বাংলাদেশ, মোগলের হাট শাখার উদ্যোগে ৩১অক্টোবর ২০২০ইং শনিবার, বিকাল ৪টায় মোগলের হাট চত্বরে বিশাল মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় ।আহলে সুন্নাত ওয়াল জামায়াত বাংলাদেশ মোগলের হাট শাখার সভাপতি কাজী মুহাম্মদ আইয়ুবের সভাপতিত্বে সাবেক ছাত্রনেতা মুহাম্মদ জামাল উদ্দিনের সঞ্চালনায় বক্তারা বলেন,আজ পুরো বিশ্ব ফ্রান্সের বিরুদ্ধে ফুঁসে উঠেছে। এদিকে প্রধান অতিথির বক্তব্যে আহলে সুন্নাত ওয়াল জামায়াত বাংলাদেশ রাংগুনিয়া উপজেলা উত্তরের সম্মানিত সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আজিজুল হক আল কাদেরী বলেন,রাসূলের অবমাননা মুসলমানরা আর সহ্য করবে না।অতি সত্বর এটার জন্য ফ্রান্স সরকারকে ক্ষমা চাইতে হবে।ইতিমধ্যে ফ্রান্সের সব ধরণের পণ্য বয়কট বিশ্বব্যাপী শুরু করে দিয়েছে।যদি কোন সোলাহা না হয় ফ্রান্সকে ও জাতিসংঘের মাধ্যমে বিশ্বের মানচিত্র থেকে একেবারে মুছে দেয়া হবে হবে জানানো হয়। তিনি সমাবেশ থেকে আরো আহবান জানান আগামী ৭ নভেম্বর ঢাকা বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেইটে গণ জমায়েত ও মানববন্ধন মিছিলে হবে বাকী কথা ইনশা-আল্লাহ্।অন্যান্যদের মধ্যে আরো উপস্হিত ছিলেন ছাত্রসেনা রাংগুনীয়া উপজেলা উত্তর ‘র সাবেক প্রেসিডেন্ট মুহাম্মদ রবিউল কাদের শাহেদ,মোগলের হাট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মুহাম্মদ জাহাঙ্গীর আলম, বর্তমান সহ-সভাপতি ছাত্রনেতা মুহাম্মদ আতাউল মোস্তফা, যুবনেতা লোকমান হোসেন, ছাত্রনেতা মুহাম্মদ জামাল উদ্দিন, ছাত্রনেতা মুহাম্মদ রবিউল হোসেন(রবি),ছাত্রনেতা হাফেজ মুহাম্মদ ইস্কান্দার, ছাত্রনেতা মুহাম্মদ কামাল,ছাত্রনেতা মুহাম্মদ ইয়াসিন সহ আওতাধীন ছাত্রসেনা হোসনাবাদ ইউনিয়ন শাখা ‘র সেনানী মুহাম্মদ রিয়াদ, জাহেদ, হোসেন, বেলাল,হাসান,তৌসিফ, রানা,জুনায়েদ, মোসাহেব,কাজী মাসুদ সহ স্বনির্ভর রাংগুনিয়া এবং হোসনাবাদ ইউনিয়নের সকল সেনানী ও মোগলের হাটের সর্বস্তরের সুন্নী জনতা অংশ গ্রহণ করেন। পরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শেষে মাওলানা মুহাম্মদ আনোয়ার হোসেন কাদেরীর দোয়া মোনাজাতের মধ্য দিয়ে সু-সম্পন্ন করা হয়।