লালপুরে দুই সপ্তাহেও খোঁজ মেলেনি নিখোঁজ প্রতিবন্ধী উজ্জল আলীর
মো. আশিকুর রহমান টুটুল, নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুরে দুই সপÍাহেও খোঁজ মেলেনি নিখোঁজ মানসিক প্রতিবন্ধী উজ্জল আলীর। বিবাহিত উজ্জল আলী লালপুর উপজেলার কামারহাটি পুকুরপাড় এলাকার বাসিন্দ। গত ৩ অক্টোবর বিকেলে উজ্জল আলী উপজেলার আব্দুলপুর বাজারে খেলা দেখতে গিয়ে হারিয়ে যায়। পরে অনেক খুঁজাখুজি করে তার সন্ধান না পেয়ে পরিবারের পক্ষ থেকে গত ৯ অক্টোবর লালপুর থানায় একটি সাধারণ ডায়েরী করেছে ( জিডি নং-২৯৫) । মানসিক প্রতিবন্ধী উজ্জল আলীর স্ত্রী আখিঁ ইয়াদ ইভা বলেন,‘ তার স্বামী মানসিক প্রতিবন্ধী উজ্জল আলী গত ৩ অক্টোবর বিকেলে আব্দুলপুর বাজারে খেলা দেখতে গিয়ে আর বাড়ি ফিরে আসেনি। বহু খোজাখুজি করেও কোও তার সন্ধান পাওয়া যায়নি। হারিয়ে যাওয়ার সময় তার পড়নে ছিল নীল রংয়ের চেক লুঙ্গি ও পেষ্ট কালারের গেঞ্জি।’ তিনি আরো জানান,‘ তার স্বামী প্রায় ৬ ফুট ২ ইঞ্চি লম্বা প্রকৃতির এবং গায়ের রং ফর্সা। পরে এঘটনায় গত ৯ অক্টোবর লালপুর থানায় একটি সাধারন ডায়েরি করেছেন তিনি।’