

জাহাঙ্গীর আলম (মুকুল),খুলনা জেলা প্রতিনিধি:আজ জেলা প্রশাসক, খুলনা’র সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা। সুযোগ্য জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, খুলনা মোহাম্মদ হেলাল হোসেন পিএএ মহোদয়ের সভাপতিত্বে এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র তালুকদার আব্দুল খালেক মহোদয়। জুম অ্যাপে সংযুক্ত ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার ড. মুঃ আনোয়ার হোসেন হাওলাদার মহোদয়। আরো উপস্থিত ছিলেন ডিজিএফআই’র কর্ণেল জিএস, কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার জনাব সরদার ইসলাম, পুলিশ সুপার, খুলনা এস এম শফিউল্লাহ, সিভিল সার্জন, খুলনা ডাঃ সুজাত আহমেদ, অতিরিক্ত জেলা ম্যজিস্ট্রেট, খুলনা মোঃ ইউসুপ আলী, সাবেক মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার অধ্যাপক আলমগীর কবির, আনসারের জেলা কমান্ড্যান্ট, বাস মালিক সমিতির সভাপতিসহ জেলার বিভিন্ন দপ্তরের প্রতিনিধিগণ।
জুম অ্যাপে আরো সংযুক্ত ছিলেন উপজেলা চেয়ারম্যানগণ, উপজেলা নির্বাহী অফিসারগণ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সেক্রেটারিগণ এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ।
এই সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। বিশেষ করে আসন্ন দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতকরণে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসমূহের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। এছাড়াও খুলনার পাইকগাছা উপজেলা পরিষদের উপ-নির্বাচন এবং বিভিন্ন ইউনিয়নের উপ-নির্বাচনের সার্বিক আইন-শৃঙ্খলা প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়।