

সোহেল রানা,উখিয়া প্রতিনিধি। কক্সবাজারের এসপি এবিএম মাসুদ হোসেনকে রাজশাহী জেলায় বদলি করা হয়েছে । নতুন এসপি’র হয়ে আসছেন ঝিনাইদহ জেলার পুলিশ সুপার মোহাম্মদ হাসানুজ্জামান । বুধবার (১৬ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়। উক্ত আদেশে ৬ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এতে খুলনা মহানগর পুলিশ কমিশনার খন্দকার লুৎফর কবিরকে পুলিশ কমিশনার গাজীপুর মহানগর পুলিশে, উপ-পুলিশ মহাপরিদর্শক বিশেষ শাখার (এসবি) মাসুদুর রহমান ভূঁইয়াকে পুলিশ কমিশনার খুলনা মহানগর পুলিশে, উপ-পুলিশ কমিশনার ঢাকা মেট্রোপলিটন পুলিশের মুনতাসিরুল ইসলামকে পুলিশ সুপার ঝিনাইদহ জেলায়, ঝিনাইদহ জেলার পুলিশ সুপার মোহাম্মদ হাসানুজ্জামানকে পুলিশ সুপার কক্সবাজার জেলায়, রাজশাহী জেলার পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহকে উপ-পুলিশ কমিশনার ঢাকা মেট্রোপলিটন পুলিশে এবং কক্সবাজার জেলার পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেনকে পুলিশ সুপার রাজশাহী জেলায় বদলি করা হয়েছে।
সার্চ মানবাধিকার সোসাইটি, উখিয়া উপজেলা শাখা কমিটি অনুমোদন। সোহেল রানা উখিয়া প্রতিনিধি সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ কক্সবাজার জেলার আওতাধীন উখিয়া উপজেলা শাখা কমিটি অনুমোদন দিয়েছেন কক্সবাজার জেলা। উক্ত কমিটিতে সভাপতি নিজাম_উদ্দিন,সিঃ সহ সভাপতি জয়নাল_আবেদীন_জয় সহ সভাপতি ইউনুস_মাহমুদ, সাধারণ সম্পাদক আবছার_কামাল ও সাংগঠনিক সম্পাদক সাজেদুর_রহমান কে নিযুক্ত করে কমিটি প্রদান করেন কক্সবাজার জেলার সিনিয়র নেতৃবৃন্দ। এতে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা শাখার সম্মানিত সভাপতি জনাব মোঃ আলী মুন্না। সিনিয়র সহ সভাপতি রানা ইসলাম, নূর মোহাম্মদ,মো ইমন, সাধারণ সম্পাদক এমইউপি আব্দুল্লাহ বিদুৎ,সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম সহ প্রমুখ…