বিজিএমইএ ভবন ভাঙার কার্যক্রম শুরু আজ

Share the post

নানা জটিলতার অবসান ঘটিয়ে অবশেষে শুরু হচ্ছে হাতিরঝিলের ক্যান্সারখ্যাত বিজিএমইএ ভবন ভাঙার কাজ। বুধবার (২২ জানুয়ারি) বেলা সাড়ে ১২টায় আনুষ্ঠানিকভাবে এ কাজের উদ্বোধন করবেন গণপূর্তমন্ত্রী শ. ম. রেজাউল করিম। আগামী সপ্তাহ থেকে পুরোদমে শুরু হবে বলে জানিয়েছে ভবন ভাঙার চূড়ান্ত কার্যাদেশ পাওয়া প্রতিষ্ঠান ফোর স্টার এন্টারপ্রাইজ।

১৯৯৮ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ২০০৬ সালে সে সময়ের প্রধানমন্ত্রী খালেদা জিয়া উদ্বোধনের পর কার্যক্রম শুরু হয় হাতিরঝিলের মাঝে গড়ে ওঠা এ ১৬ তলা ভবনের। রপ্তানিতে রেকর্ড গড়ার কারণে কালের পরিক্রমায় এটিই হয়ে ওঠে দেশের তৈরি পোশাক শিল্পের প্রতিচ্ছবি।

২ লাখ ৬৬ হাজার বর্গ মিটারের এ ভবনে কার্যক্রম শুরু করে ৩টি বেসরকারি ব্যাংকসহ ছোট বড় প্রায় অর্ধশত ৩৭টি বেসরকারি প্রতিষ্ঠান। পোশাক শিল্পের বন্ড ইস্যুসহ সরকারের বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ পরিচালিত হতো এ ভবন থেকেই। ভবনে ছিল বড় আকারের মিলনায়তন, বিলাসবহুল অ্যাপারেল ক্লাব, সুইমিং পুল, ব্যায়ামাগারসহ নানা সুযোগ-সুবিধা।

তবে পথচলার কয়েক বছরের মাথায় বির্তকের জন্ম দেয় এ ভবন। এ ভবনকে অবৈধ উল্লেখ করে ২০১০ সালে খবর প্রকাশ একটি জাতীয় দৈনিক। প্রতিবেদনটি আদালতের নজরে আসে। খালের জমি দখল করে অবৈধভাবে নির্মিত হয়েছে উল্লেখ করে ২০১১ সালের ৩ এপ্রিল বিজিএমইএকে নিজস্ব অর্থায়নে এ ভবন ভাঙার আদেশ দেন উচ্চ আদালত। রায়ে ভবনটিকে হাতিরঝিলের ক্যান্সার আখ্যা দেয়া হয়।

এরপর শুরু হয় আইনি জটিলতা। কেটে যায় দীর্ঘ সময়। অবশেষ ২০১৬ সালের ৮ নভেম্বর উচ্চ আদালতের দেয়া রায় বহাল রেখে ভবন ভাঙার জন্য ৯০ দিনের সময়সীমা বেঁধে দেন তৎকালীন প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ। এরপর ভবন ছাড়তে সময় আবেদন করলে প্রথমে ৬ মাস ও পরে ৭ মাস সময় দেন সর্বোচ্চ আদালত। এ সময়ের মধ্যেও ভবন সরাতে না পারায় ২০১৮ সালের ২ এপ্রিল মুচলেকা দিয়ে আরও এক বছর সময় চায় বিজিএমইএ কর্তৃপক্ষ। আবেদনের পরিপ্রেক্ষিতে মঞ্জুর করা সময়সীমা শেষ হয়ে গেল বছরের ১২ এপ্রিল। রায় মেনে ভবন ছেড়ে দেয় বিজিএমইএ কর্তৃপক্ষ। ১৬ এপ্রিল ভবনটি নিজেদের দায়িত্বে নিয়ে সিলগালা করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক।

এরপর ভবনের মালামাল বের করে নিতে কয়েক দফা সুযোগ দেয় রাজউক। ওই মাসেই ভবন ভাঙার দরপত্র আহ্বান করে সংস্থাটি। দরপত্রে ভবনের মালামল ১৬ ভাগ করে বিক্রি বাবদ অর্থের পরিমাণ ৫ কোটি ৮৮ লাখ ৩১ হাজার টাকা প্রাক্কলন করা হয়। এর মধ্যে ভবন ভাঙা ও অপসারণ বাবদ ব্যয় ৩ কোটি ৪৩ লাখ টাকা ধরে ভবনটির নিলাম মূল্য ধার্য করা হয় ২ কোটি ৪৫ লাক ৩০ হাজার টাকা। দরপত্রে অংশ নেয় ৫টি প্রতিষ্ঠান। তবে শেষ মুহূর্তে ১৭ লাখ টাকা জামানত বাজেয়াপ্ত ভবন ভাঙার কাজ থেকে সরে আসে ১ কোটি ৭০ লাখ টাকায় সর্বোচ্চ দরদাতা প্রতিষ্ঠান সালাম অ্যান্ড ব্রাদার্স। ফলে ১ কোটি ৫৫ লাখ ৭০ হাজার টাকায় ভবন ভাঙার চুড়ান্ত কার্যাদেশ পায় ফোর স্টার এন্টারপ্রাইজ। 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

বোনের বাড়িতে গিয়ে ‘ধর্ষণের’ শিকার শিশু, ২৪ ঘণ্টায়ও জ্ঞান ফেরেনি

Share the post

Share the post মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে আট বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ওই ঘটনায় শিশুটির দুলাভাই ও দুলাভাইয়ের বাবাকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (০৬ মার্চ) সন্ধ্যায় অচেতন অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার (০৭ মার্চ) দুপুরে শিশুটির মামাতো ভাই গণমাধ্যমকে বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় […]

২ দাবিতে শনিবার থেকে কর্মবিরতিতে যাচ্ছেন বিসিএস চিকিৎসকরা

Share the post

Share the post দুই দফা দাবিতে কর্মবিরতিতে যাচ্ছে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার বিশেষজ্ঞ চিকিৎসক ফোরাম।  শুক্রবার (৭ মার্চ) ফোরামের পক্ষে ডা. মোহাম্মদ আল আমিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।   এতে বলা হয়, বাংলাদেশের সরকারি হাসপাতালে কর্মরত বিশেষজ্ঞ চিকিৎসকরা ন্যায্য পদোন্নতি ও সব প্রকার বৈষম্য নিরসনের দাবিতে কর্মসূচি ঘোষণা করেছেন। বিসিএস (স্বাস্থ্য) বিশেষজ্ঞ […]