সাংবাদিক নাজিম উদ্দিন বহদ্দারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত
মুহাম্মদ সাইফুদ্দিন খালেদ, বোয়ালখালী প্রতিনিধি: সাংবাদিক মুহাম্মদ নাজিম উদ্দিন বোয়ালখালী পৌরসভাধীন পশ্চিম গোমদণ্ডী বহদ্দারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন। বিদ্যালয় পরিচালনা পর্ষদের এক সভায় তাকে সভাপতি নির্বাচিত করা হয়। সভায় উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম বাবুল। কমিটির সদস্য সচিব হলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইলিয়াছ, সহ-সভাপতি মো. সিরাজুল ইসলাম, সদস্য যথাক্রমে শামীমা আকতার, হারুনুর রশিদ, কাউন্সিলর মো. মুজিবর রহমান, আইয়ুব আলী, রিজিয়া বেগম, সেলিনা আকতার, লোকমান হাকিম।