পীরগঞ্জে শিক্ষকের মটর সাইকেল ও মোবাইল চুরির ঘটনায় ছাত্র সহ গ্রেফতার -৩

Share the post

সুজন আহম্মেদ, রংপুর প্রতিনিধিঃ রংপুরের পীরগঞ্জে ছাত্র কর্তৃক শিক্ষকের বাড়ী থেকে মটর সাইকেল ও মোবাইল ফোন চুরির ঘটনায় ৩জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতার কৃতরা হচ্ছে- রংপুরের মাহিগঞ্জের হরগোবিন্দ পুরের গোলাম মোস্তফা মিয়া (২৩), রংপুর জেলার কাউনিয়া উপজেলার রামচন্দ্রপুর গ্রামের আকবার আলীর পুত্র মাহাফুজার রহমান টুটুল (৩৫) উপজেলার এবং চৈত্রকোল ইউনিয়নের হাজিপুর গ্রামের কাওছার মিয়ার পুত্র রিয়াদ হোসেন (২০)। পুলিশ সূত্রে জানা যায়-গত ইং ২৮ আগষ্ট/২০২০ ইং তারিখে রাতে উপজেলার চৈত্রকোল ইউনিয়নের ঝাড়-আমবাড়ী দ্বিমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলামের বাড়ীর বেলকোনির গ্রিলের তালা খুলে কেবা কাহারা একটি ডিসকভার ১০০সিসি মটর সাইকেল ও ৩টি মোবাইল ফোন চুরি করে নিয়ে যায়। পরদিন উক্ত শিক্ষক এ বিষয়ে ভেন্ডাবাড়ী পুলিশ তদন্তকেন্দ্রে একটি সাধারন ডায়েরী করে। পরে ভেন্ডাবাড়ী পুলিশের ইনচার্জ শাহিন তালুকদারের নের্তৃত্বে সঙ্গীয় ফোর্স সহ চুরি যাওয়া মোবাইল ট্রাকিং এর মাধ্যমে, গত শুক্রবার রাতে অত্র বিদ্যালয়ের ছাত্র মনির হোসেন এবং সহযোগী রিয়াদ হোসেনকে গ্রেফতার করে। পরে গ্রেফতার কৃতদের স্বীকারোক্তিতে রংপুর জেলার কাউনিয়া উপজেলার রামচন্দ্রপুর গ্রামের আকবার আলীর পুত্র মাহাফুজার রহমান (৩৫) এবং রংপুরের মাহিগঞ্জের হরগোবিন্দ পুরের গোলাম মোস্তফা মিয়ার নিকট থেকে মটর সাইকেল এবং একটি মোবাইল ফোন উদ্ধার করে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

বাংলাবান্ধায় ইউপি চেয়ারম্যানের ভাড়াটে লোকের সঙ্গে সাধারন জনতার সংঘর্ষ, আহত-১৪

Share the post

Share the postমুহম্মদ তরিকুল ইসলাম, পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধায় দুই পক্ষের ব্যাপক সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। এসময় সাতজনকে আটক করে পুলিশ ও বিজিবির কাছে দিয়েছে স্থানীয় জনতা। সোমবার (১৬ আগস্ট) উপজেলার বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে সিপাইপাড়া বাজারে এ ঘটনাটি ঘটে। এ সংঘর্ষে ভাড়াটিয়া লোক ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ বাংলাবান্ধা ইউপি চেয়ারম্যান […]

তেঁতুলিয়ায় চেয়ারম্যানের অফিসে তালা, পরিষদ আসেন না চেয়ারম্যান

Share the post

Share the postমুহম্মদ তরিকুল  ইসলাম, পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়ন চেয়ারম্যান কুদরত-ই-খুদা মিলনের বিরুদ্ধে বিপুলসংখ্যক টাকা বিভিন্নভাবে লোকজনের কাছ থেকে নেওয়ার অভিযোগে উঠেছে। প্রায় শতাধিক ভুক্তভোগী পরিবার প্রতিদিন  ইউনিয়ন পরিষদ চত্বরে টাকা নেওয়ার জন্য ভিড় করছেন। এদিকে পরিষদে আসেন না চেয়ারম্যান। সরকার পতনের পর থেকে চেয়ারম্যানকে ইউনিয়ন পরিষদে দু’একবার দেখা গেলেও আর দেখা যায়নি, জানান […]