কারাগারে বন্দিদের জন্য আবেদিন ফাউন্ডেশন এর চেয়ারম্যান ইফতেখার আবেদীন চৌধুরীর উদ্যোগে মাক্স ও সেনেটারী বিতরণ
চট্টগ্রাম সংবাদ: কারাগারে বন্দিদের জন্য আবেদিন ফাউন্ডেশন এর চেয়ারম্যান ইফতেখার আবেদীন চৌধুরীর উদ্যোগে মাক্স ও সেনেটারী বিতরণ করা হয়। বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস আতংকে সারাদেশের ন্যায় চট্টগ্রামের বন্দীরাও আতংকিত। এই অবস্থায় চট্টগ্রাম কারাগারের সিনিয়র জেল সুপার কামাল হোসেন বেসরকারি-কারা পরিদর্শক সহ সমাজের বিত্তশালীদের আহবান জানান কারাবন্দীদের পাশে দাঁড়ানোর জন্য।
এ আহবানে সাড়া দিয়ে চট্টগ্রাম মহানগর যুবমহিলা লীগের নেতা আবেদিন ফাউন্ডেশন এর চেয়ারম্যান ইফতেখার আবেদীন চৌধুরীর বন্দীদের জন্য ২০০০ মার্স্ক বিতরণ করেন কারাগারে। বন্দীদের মাঝে বিতরণের জন্য হস্তান্তর করেন সিনিয়র জেল সুপার কামাল হোসেন এর হাতে।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবমহিলা লীগের সদস্য ইসরাত জাহান, শামীমা আক্তার সহ প্রমুখ।