সৈয়দপুর পৌরসভা ২২ টি উর্দুভাষী ক্যাম্পের নেতাকর্মীদের নিয়ে মতবিনিময় সভা।
রাজু আহমেদ (নীলফামারি জেলা প্রতিনিধি): নীলফামারী জেলা,সৈয়দপুর পৌরসভায় বসবাস রতো ২২ টি অবাঙ্গালী ক্যাম্পের নেতা কর্মীদের নিয়ে মত বিনিময় সভা করেছেন সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র সংগ্রামী জননেতা, আখতার হোসেন বাদল। ৩১ আগষ্ট সোমবার রাতে ইকু হেরিটেজ এন্ড রিসোর্স সেন্টারে। আখতার হোসেন বাদলের আহবানে উক্ত সভায় সভাপতিত্ব করেন দূগামিল ক্যাম্পের সভাপতি মোহাম্মদ আলী। সভাটি পরিচালনা করেন ক্যাম্প উন্নয়ন কমিটির সভাপতি মাজিদ ইকবাল। সভায় ২২ টি উর্দুভাষী ক্যাম্পের নেতা কর্মীরা বক্তব্য রাখেন এবং ক্যাম্পের সমস্যাগুলো তুলে ধরেন। সমস্যাগুলো সমাধানের আশ্বাস দেন আখতার হোসেন বাদল। তিনি আরো বলেন বাংলাদেশ আওয়ামী লীগ সব সময় অসহায় মানুষের পাশে আছে এবং থাকবে। মাননীয় প্রধানমন্ত্রীর অঙ্গিকার বাস্তবায়ন করাই আমার মুল লক্ষ্য ও উদ্দেশ্য।