বোয়ালখালীতে মাছ ধরতে গিয়ে এক বৃদ্ধার রহস্যজনক মৃত্যু
মুহাম্মদ সাইফুদ্দিন খালেদ, বোয়ালখালী প্রতিনিধি: বোয়ালখালীতে মাছ ধরতে গিয়ে সকিনা খাতুন (৭০) নামের এক বৃদ্ধার রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে। তিনি পৌরসভার ২নং ওয়ার্ডের জিন্নাত আলীর বাড়ীর মৃত এজাহার মিয়ার স্ত্রী। পারিবারিক সূত্রে জানা যায় গতকাল ১৩ জুলাই (বৃহস্পতিবার) বিকেল সাড়ে চার দিকে বাড়ির পাশ্ববর্তী খালে মাছ ধরতে যান। অনেকক্ষণ ধরে ঘরে ফিরে না আসাতে পরিবারের স্বজনরা খোঁজ করতে থাকেন। বিভিন্ন স্থানে খোঁজাখুজির পরেও না পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা দ্রুত সময়ে ঘটনাস্থলে ছুটে আসেন। দীর্ঘক্ষণ খোজাখুজির পর প্রায় রাত ১০ টার সময় খাল থেকে ফায়ার সার্ভিস ও এলাকাবাসীর সহযোগিতায় মৃত অবস্থায় বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়। নিখোঁজ সকিনা খাতুনের পুত্র আবু তৈয়ব বলেন, তিনি প্রায় সময় বাড়ির পাশ্ববর্তী খালে মাছ ধরতে যেতেন, গতকালও স্বাভাবিকভাবে মাছ ধরতে গিয়ে অনেক্ষণ ধরে ফিরে না আসলে আমরা খোজ করতে থাকি এবং উপজেলা প্রশাসনকে জানায়। তারা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে। দীর্ঘক্ষণ খুঁজাখুঁজির পর প্রায় রাত ১০টার দিকে খালের মধ্যে ভাসমান অবস্থায় দেখতে পায়। বোয়ালখালী ফায়ার সার্ভিস টিম লিডার নুরুল আবেদীন জানান, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হই। দীর্ঘক্ষণ খুঁজাখুঁজির পর জোয়ারের পানিতে ভাসতে দেখে এলাকাবাসীর সহযোগিতায় মৃত অবস্থায় লাশ উদ্ধার করে পরিবারের কাছে স্থানান্তর করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৃদ্ধ হয়ে যাওয়াতে বয়সের ভারে পানি থেকে উঠতে না পারায় জোয়ারের পানিতে ডুবে যায়। পরিবারের সম্মতিক্রমে বৃদ্ধ হওয়াতে ময়না তদন্তের জন্য প্রেরণ করা হয়নি। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় কাউন্সিলর মো. সিরাজুল হক।