বরিশালে মেধাবী সুবিধা বঞ্চিত শিশুকে রং পেন্সিল ইয়ুথ এসোসিয়েশনের শিক্ষা অনুদান প্রদান

Share the post

শাওন অরন্য (বরিশাল প্রতিনিধি): রং পেন্সিল ইয়ুথ এসোসিয়েশনের উদ্যোগে বরিশালে সুবিধা বঞ্চিত শিশু শান্তা আক্তারকে (১৪) শিক্ষা অনুদান প্রদান করা হয়। সোমবার বিকাল ৫টায় বরিশাল নগরীর কেডিসি এলাকার রাজ্জাক কলোনীর চন্দ্রদ্বীপ এলাকা উন্নয়ন কমিটির সভাকক্ষে এই শিক্ষা অনুদান প্রদান করা হয়। রং পেন্সিল ইয়ুথ এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি শাওন অরন্য এ শিক্ষা অনুদান প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন রং পেন্সিল ইয়ুথ এসোসিয়েশনের সদস্য শারমিন খান শাহাজাদী, আনিকা আফরিন নুর, মাহাবুব শুভ, শান্তা আক্তার,আকাশ,তৈমুর খান। আরো উপস্থিত ছিলেন চন্দ্রদ্বীপ এলাকা উন্নয়ন কমিটির সভাপতি রেশমি আক্তার, সম্পাদক মোঃ আবু কালাম, কাজল আক্তার, লাকি আক্তার, রুমি সহ আরো অনেকে। স্বামী পরিত্যাক্তা শারমিন বেগমের কন্যা শান্তা আক্তার তার মায়ের সাথে বরিশাল নগরীর কেডিসি এলাকার রাজ্জাক কলোনীতে থাকেন। শান্তা আক্তার শহীদ আলতাফ স্মৃতী বালিকা বিদ্যালয়ের ৯ম শ্রেনীর ছাত্রী। শারমিন বেগমের সাথে কথা বলে জানা যায়, শান্তার বাবা অনেক আগেই তাদের ছেড়ে চলে গেছেন। স্বামী পরিত্যাক্তা হয়ে তিনি অকুল পাথারে পরেন। শত কষ্টের মধ্যেও তিনি শান্তার পড়া লেখা চালিয়ে যান। মেয়ে ৯ম শ্রেণীতে ওঠায় তিনি মেয়ের পড়াশুনার খরচ চালাতেও অক্ষম হয়ে পরেন। এমনকি মেয়েকে স্কুলে ভর্তিও করাতে পারছিলেন না। এই সময় রং পেন্সিলের পক্ষ থেকে এই শিক্ষা অনুদান পেয়ে তিনি অত্যন্ত খুশি হন। তিনি রং পেন্সিলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। শান্তা আক্তার বলেন, এই শিক্ষা অনুদানের কারনে তার লেখা পড়া বন্ধ হবে না।তাই তিনি অনেক খুশি।তিনি লেখা পড়া শিখে একজন বড় সরকারি অফিসার হতে চান। চন্দ্রদ্বীপ এলাকা উন্নয়ন কমিটির সভাপতি রেশমি আক্তার বলেন, এই শিক্ষা অনুদান রং পেন্সিল ইয়ুথ এসোসিয়েশনের একটি মহৎ উদ্যোগ। এই ভাবে যদি সবাই সহযোগিতা করে তাহলে অনেক সুবিধা বঞ্চিত শিশু লেখা পড়া শিখে সমাজে বড় কিছু হতে পারবে। রং পেন্সিল ইয়ুথ এসোসিয়েশনের সভাপতি শাওন অরন্য বলেন, প্রতিটা শিশুরই সুন্দর ভাবে লেখা পড়া করে সুন্দর ভবিষ্যৎ গড়ার অধিকার আছে। তাই আমরা চাই সকল সুবিধা বঞ্চিত শিশু পড়া লেখা করার সুযোগ পাক। আর সেই লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি। এই শিক্ষা অনুদান তারই একটি ক্ষুদ্র প্রয়াস মাত্র। সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে এই শিক্ষা অনুদান কার্যক্রমের সমাপ্তি করা হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

বদলে যাচ্ছে পুলিশের ইউনিফর্ম–লোগো

Share the post

Share the postপুলিশের ইউনিফর্ম ও লোগোয় পরিবর্তন আনার সিদ্ধান্ত হয়েছে। রোববার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) এম সাখাওয়াত হোসেনের সঙ্গে আন্দোলনরত পুলিশ সদস্যদের একটি প্রতিনিধিদলের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সিনিয়র সচিব মশিউর রহমান, জননিরাপত্তা বিভাগের সচিব মো. জাহাঙ্গীর হোসেন, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম, বিজিবির মহাপরিচালক, […]

কোটার মামলা : হাইকোর্টের রায় স্থগিত চেয়ে দুই শিক্ষার্থীর আবেদন শুনানি কাল

Share the post

Share the postসরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে জারি করা পরিপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত চেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দুই শিক্ষার্থীর করা আবেদন শুনানির জন্য আগামীকাল দিন ঠিক করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ২টায় আপিল বিভাগের চেম্বার বিচারপতি আশফাকুল ইসলাম এ আদেশ দেন।এর আগে সকালে আবেদন দায়ের করার জন্য হলফনামার অনুমতি চেয়ে আপিল […]