চট্টগ্রামে বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিমের ১০০ শয্যার করোনা আইসোলেশন সেন্টারের যাত্রা শুরু ।

Share the post


মহসিন আরফাত, চট্টগ্রাম নগর প্রতিনিধি: আজ শনিবার (২৭ জুন) চসিক নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরীর উদ্যোগে বাকলিয়া কালামিয়া বাজারস্থ ওয়েডিং পার্ক কমিউনিটি সেন্টারে মুক্তি আইসোলেশন সেন্টারটি উদ্বোধন করা হয়। মানুষ চিকিৎসা পাচ্ছে বলেই করোনা সংক্রামিত মানুষের সংখ্যা লক্ষাধিক পার হলেও মৃত্যুর হার কম। যুক্তরাষ্ট্রে লক্ষাধিকের উপরে মানুষ মারা গেছে। এতেই প্রমাণিত হয়, দেশে এখনো করোনা নিয়ন্ত্রণে আছে।

এটা প্রমাণ করে আমরা সচেতন আছি, অন্যান্য দেশ থেকে আমরা সামাজিকভাবে এগিয়ে আছি।’ মুক্তি আইসোলেশন সেন্টার’ নামে এ করোনা আইসোলেশন সেন্টারটি উদ্বোধনকালে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এই কথাগুলো বলেন। এতে কোভিড, নন-কোভিড দুই ধরনের রোগীদের চিকিৎসা দেওয়া হবে। স্থাপন করা হয়। শিক্ষা উপমন্ত্রী রেজাউল করিম চৌধুরীর এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ‘তিনি রাষ্ট্রীয় কোন দায়িত্বে না থেকেও এই মহোতী কাজে এগিয়ে এসে অনেক বড় মেন পরিচয় দিয়েছেন। তার কাছে আবেদন থাকবে, তিনি নির্বাচিত হলে যেন চট্টগ্রামে একটি বিশেষায়িত হাসপাতাল করেন।’ নওফেল আরও বলেন, ‘সারাদেশের মধ্যে এবিএম মহিউদ্দিন চৌধুরীর হাত ধরেই চট্টগ্রাম সিটি

করপোরেশনই প্রথম স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছিলেন। ওয়ার্ডে ওয়ার্ডে আরবান হেলথ কেয়ার সেন্টার করেছেন তিনি। রেজাউল করিম চৌধুরী মেয়র নির্বাচিত হলে অনুরোধ করব, তিনি যেন সেই ধারা অব্যাহত রাখেন।’ এসময় আরো উপস্থিত ছিলেন মুক্তির উদ্যোক্তা ও মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী, স্বাচিপ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আ ম ম মিনহাজুর রহমান, ১৮নং পূর্ব বাকলিয়া ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব হারুন উর রশিদ, ৬নং ওয়ার্ড কাউন্সিলর এম আশরাফুল আলম, শহিদুল আলম শহিদ, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহ সম্পাদক আজিজুর রহমান আজিজ, মহিলা কাউন্সিলর প্রার্থী রুমকি সেন গুপ্তা, সাবিনা আক্তার রুজি, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক উপ সম্পাদক ইলিয়াস উদ্দিনসহ স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনে নেতৃবৃন্দ। ১০০ শয্যার এই আইসোলেশন সেন্টারের ৭০ শয্যা পুরোপুরি প্রস্তুত হয়েছে। ৮ জন ডাক্তার, ১৬ জন নার্স, ৮ জন ওয়ার্ড বয়, ২ জন আয়া ও ৪ জন সিকিউরিটি গার্ড নিয়ে রোগীদের সেবায় প্রস্তুত রয়েছেন বলে জানিয়েছেন উদ্যোক্তারা। এ বিষয়ে মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী চট্টগ্রাম ট্রিভিউনকে বলেন, চট্টগ্রামের যেকোনো এলাকার রোগীদের এই আইসোলেশন সেন্টারে চিকিৎসা দেওয়া হবে। এতে কোভিড রোগীদের জন্য অক্সিজেন সেবাসহ বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা থাকবে। অন্যদিকে নন-কোভিড রোগীদের জন্য আলাদা একটা হেল্প ডেস্ক থাকবে। যেখানে নন-কোভিড রোগীদের প্রাথমিক চিকিৎসা দেয়া হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

ব্রাহ্মণবাড়িয়ায় নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়ে আগুন, ২৫ শিক্ষার্থী আহত

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়া শহরের নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞানাগারে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে আতঙ্কিত শিক্ষার্থীরা হুড়োহুড়ি করে নিচে নামতে গিয়ে অন্তত ২০ থেকে ২৫ জন আহত হয়েছে। তাদের মধ্যে রোহানের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। বুধবার দুপুরে ওই বিদ্যালয়ের তৃতীয় তলায় অবস্থিত বিজ্ঞানাগার ল্যাবে এ ঘটনা […]

আখাউড়ায় তিন হোটেল ব্যবসায়িকে জরিমানা

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে পঁচা বাসি খাবার বিক্রির দায়ে তিন হোটেল মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফয়সল উদ্দিন মঙ্গলবার বিকেলে আখাউড়া রেলস্টেশন এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এই জরিমানা করেন। উপজেলা প্রশাসন জানায়, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট […]