ইসলামিক ফাউন্ডেশনের সাবেক মহাপরিচালক শামীম মোহাম্মদ আফজলের ইন্তিকালে এস জেড এইচ এম ট্রাস্টের ম্যানেজিং ট্রাস্টির শোক প্রকাশ
নিজস্ব প্রতিবেদক: ইসলামিক ফাউন্ডেশনের সাবেক মহাপরিচালক ও অবসরপ্রাপ্ত জেলা জজ শামীম মোহাম্মদ আফজলের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করেছেন দরবারে গাউসুল আযম মাইজভাণ্ডারীর গাউসিয়া হক মনজিলের সম্মানীত সাজ্জাদানশীন ও শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্ট (এসজেডএইচএম ট্রাস্ট) এর ম্যানেজিং ট্রাস্টি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী গভীর শোক প্রকাশ করেছেন। ২৫ জুন ২০২০ ইংরেজী বৃহস্পতিবার রাতে রাজধানীর একটি বেসরকারী হাসপাতালে ইন্তেকাল করেন সামীম মোহাম্মদ আফজল। সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। এছাড়া পৃথক এক শোকবার্তায় এসজেডএইচএম ট্রাস্টের সচিব এ ওয়াই এম জাফর মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। শুক্রবার (২৬ জুন ২০২০) শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ)-এর মাযার শরিফে মরহুমের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।