সাপোর্ট ফাউন্ডেশনের উদ্যোগে করোনা আইসোলেশন সেন্টারে চিকিৎসা সামগ্রী হস্তান্তর
চট্টগ্রাম প্রতিনিধিঃ ধুঁকতে থাকা চট্টগ্রামের করোনা রোগীদের আইসোলেটেড করার স্বপ্ন নিয়ে ১৫জুন থেকে যাত্রা শুরু করতে যাচ্ছে চট্টগ্রাম করোনা আইসোলেশন সেন্টার।মানবতার এই ডাকে সাড়া দিয়ে কিছু হৃদয়বান মানুষের সহযোগীতায় সাপোর্ট ফাউন্ডেশন চিকিৎসা সামগ্রী নিয়ে এই উদ্যোগের পাশে দাঁড়িয়েছে।এই উদ্যোগের অংশ হিসেবে প্রথম পর্যায়ে সাপোর্ট ফাউন্ডেশন বিভিন্ন চিকিৎসা সামগ্রী আজ সোমবার করোনা আইসোলেশনে সেন্টার এর উদ্যোক্তাদের কাছে হস্তান্তর করে।এসময় আইসোলেশন সেন্টার এর পক্ষে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি,আইসোলেশন সেন্টার এর প্রধান উদ্যোক্তা সাজ্জাদ হোসেন,সংগঠক জাওয়েদ চৌধুরি এবং অন্যান্যরা।সাপোর্ট ফাউন্ডেশনের পক্ষে এসময় উপস্থিত ছিলেন সাপোর্ট ফাউন্ডেশনের উপদেষ্ঠা মন্ডলির সদস্য কাজী মোহাম্মদ ওমর গালিব,আরমান করিম চৌধুরী এবং কার্যনির্বাহী সদস্য আবদুন নুর আল জিহাদ এবং কাজী মোহাম্মদ ওমর আলিফ। উল্লেখ্য সাপোর্ট ফাউন্ডেশন একটি অলাভজনক অরাজনৈতিক প্রতিষ্ঠান যা সমাজের দারিদ্রতা দূরীকরণ,সমাজ বিনির্মাণ এবং দূর্যোগ মুহূর্তে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে কাজ শুরু করেছে।