উপসর্গ না থাকলে নমুনা বুথে ভিড় না পরামর্শ মেয়রের
চট্টগ্রাম প্রতিনিধিঃ করোনা ভাইরাসের উপসর্গ দেখা না গেলে করোনা নমুনা সংগ্রহ বুথে গিয়ে ভিড় না করতে নগরবাসীকে পরামর্শ দিয়েছেন মেয়র আ জ ম নাছির উদ্দীন। বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যেগে ব্র্যাক বাংলাদেশ’র সহায়তায় স্থাপিত নমুনা সংগ্রহ বুথ উদ্বোধনের সময় তিনি এই পরামর্শ প্রদান দেন।
মেয়র বলেন, ‘দিন দিন করোনার প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় চিকিৎসা কেন্দ্র বাড়ানো হচ্ছে। সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠানগুলোকেও অধিগ্রহণ করা হচ্ছে। সাম্প্রতিক সময়ে বেসরকারি ক্লিনিককে অধিগ্রহণ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এই কার্যক্রমের অংশ হিসেবে চট্টগ্রামের জনসাধারণের সুবিধার্থে নমুনা সংগ্রহ
বুথ স্থাপন করার উদ্যেগ নেয়া হয়। যাতে করোনা উপসর্গ দেখা দেয়া রোগীরা সহজেই বুথে গিয়ে নমুনা জমা দিতে পারেন।’
তিনি আরো বলেন, ‘করোনা আতঙ্কিত হয়ে বর্তমানে চালু হওয়া বুথগুলোতে জনসাধারণের অযাচিত ভিড় নিয়ে আলোচনা হচ্ছে। এতে করে উপসর্গ নিয়ে নমুনা জমা দিতে আসা রোগীদের নানামুখী ভোগান্তিতে পড়তে হচ্ছে। আবার অন্যদিকে বুথে আসা সুস্থদের মধ্যেও সংক্রমণের ঝুঁকি বাড়ছে। এই বিষয়টি সচেতন নাগরিককে মনে রাখতে হবে।’
মেয়র পরবর্তীতে উত্তর কাট্টলী কর্ণেল হাটস্থ হাশেম নাজির হেলথ সেন্টারে স্থাপিত নমুনা সংগ্রহ বুথ উদ্বোধন করেন।
চসিক সংশ্লিষ্টরা জানান, প্রথম ধাপে চট্টগ্রাম প্রেস ক্লাব, বিবির হাট, ২নং জালালাবাদ ওয়ার্ড, উত্তর কাট্টলী, আগ্রাবাদ ও চাঁন্দগাও এলাকায় ৬টি বুথের আনুষ্ঠানিক উদ্ধোধন করা হবে। তবে বৃহস্পতিবার থেকে শুধু মাত্র চটগ্রাম প্রেস ক্লাব এবং উত্তর কাট্টলী এলাকায় নমুনা সংগ্রহের কাজ শুরু হবে। পরের ধাপে রবিবার (৭ মে) নাগাদ উদ্বোধন হওয়া এই ৬টি বুথে নমুনা সংগ্রহ করা যাবে।
চসিক সূত্র জানায়, প্রতিটি বুথে দৈনিক ৩০ জনের নমুনা সংগ্রহ করা হবে। এই ৬টি বুথের নমুনা পাঠানো হবে চট্টগ্রামের ৩টি টেস্টিং- ল্যাব চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল , ফৌজদারহাট বক্ষব্যাধি হাসপাতাল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় করোনা টেস্টিং ল্যাবে। এরমধ্যে নগরীর জামাল খান প্রেস ক্লাব, চাঁন্দগাও এবং বিবির হাট বুথের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হবে
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের করোনা টেস্টিং ইউনিটে। আগ্রাবাদ ও কর্ণেলহাট বুথ থেকে সংগ্রহ করা নমুনা ফৌজদারহাট বক্ষব্যাধি হাসপাতালের করোনা টেস্টিং ইউনিট এবং জালালাবাদ বুথে সংগ্রহ করা নমুনা পরীক্ষার জন্য পাঠানো হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় করোনা টেস্টিং ইউনিটে।
ব্র্যাক এর সহকারি পরিচালক মোর্শেদা চৌধুরী বলেন, ‘প্রায় সাড়ে ৪ হাজার কীট রয়েছে এসব বুথে নমুনা সংগ্রহের জন্য। প্রতি বুথে ৩০টি করে নমুনা সংগ্রহ করলে যা দিয়ে ১ মাস চলবে। তবে প্রতি শুক্রবার বন্ধ থাকবে নমুনা সংগ্রহের কাজ। তবে প্রয়োজন অনুযায়ী আরো নমুনা সংগ্রহের পরিধি আরো বাড়ানোর। চিন্তা ভাবনা চলছে বলে জানিয়েছেন তিনি।
বুথ স্থাপনের কাজে ব্রাক কে আর্থিক সহায়তা দিচ্ছে যুক্তরাজ্যভিত্তিক দাতা সংস্থা “ডিএফআইডি”। বুথ তৈরি করে দিবে দাতব্য সংস্থা এবং বুথ পরিচালক দের প্রশিক্ষণ দিবে “ব্রাক”।
এছাড়া বুথ পরিচালক, বুথগুলো পরিচালনার যাবতীয় খরচও চসিক দিবে। সেই সাথে বুথসমূহ চট্টগ্রাম সিটি কর্পোরেশন সার্বিক ব্যবস্থাপনায় থাকবে। যেমন: স্যাম্পল কালেকশন থেকে টেস্ট সেন্টারে পৌছে দেওয়া; বুথ ডিস-ইনফেকটেড করা সহ আনুষাঙ্গিক।
ব্রাকের সহকারি পরিচালক জানান, ৬টি বুথে কাজ করবেন প্রশিক্ষিত ৬টি টিম। প্রতি টিমে কাজ করবেন ১ জন ল্যাব ট্যাকনেশিয়ান এবং ১ ল্যাব সহকারি। এছাড়া প্রয়োজন অনুযায়ী প্রতিটি টিমে লোকবল বাড়ানো হবে।