৬২ ইষ্ট বেংগলের সার্বিক তত্বাবধানে বরিশালের মুলাদীতে মেডিক্যাল ক্যম্পেইন-২ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদকঃ করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে অপারেশন কভিডশিল্ড এর আওতায় বরিশালে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশনের ৬ পদাতিক ব্রিগেডের ৬২ ইষ্ট বেংগল। দরিদ্র মানুষের স্বাস্থ্য ঝুকি কমাতে

আজ ৩০ মে ২০২০ তারিখ শনিবার ৬২ ইষ্ট বেংগলের সার্বিক ত্তত্বাবধানে বরিশালের মুলাদী এলাকায় অনুষ্ঠিত হয় মেডিক্যাল ক্যম্পেইন-২। যেখানে সর্বমোট ১৫৮ জনকে চিকিৎসা সেবা সহ বিনামূল্যে ঔষধ বিতরন করা হয়।এর পাশাপাশি স্বল্প সংখ্যক ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রান সামগ্রী বিতরণ ততত্ত্বাবধানে ছিলেন অধিনায়ক, ৬২ ইষ্ট বেংগল, লেঃ কর্নেল ফয়সল আবেদী হাসান ও কোম্পানী অধিনায়ক, মেজর মোঃ রাশেদুল কবীর সহ অন্যান্য অফিসারগণ ও ৬২ ইষ্ট বেংগলের অন্যান্য সদস্যগণ।
