প্রশংসায় পঞ্চমুখ সেনাবাহিনীর এক মিনিটের বাজার

Share the post

মুজিবুল হক,চট্টগ্রাম প্রতিনিধি: করোনাভাইরাস প্রাদুর্ভাব পরিস্থিতিতে দরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে খাদ্য, শাকসবজি ও ঈদ সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছে বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ারিং ব্রিগেড। গত ৮ মার্চ থেকে ‘এক মিনিটের বিনামূল্যে বাজার কর্মসূচী’ নামে একটি সেবামূলক কাজে অংশ নিয়েছেন ব্রিগেডের সদস্যরা। নিম্ন আয়ের মানুষের মাঝে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে এই কর্মসূচি।

এক মিনিটের বিনামূল্যে বাজার কর্মসূচীর নিয়ম অনুযায়ী- সেনাবাহিনীর তালিকাভুক্ত নিম্ন আয়ের লোকজন এ বাজারে এসে যা যা প্রয়োজন তা দ্রুত নিয়ে বাসায় ফিরে যাবেন। এ জন্য পণ্যের দাম পরিশোধ করতে হয় না। নগরীর জমিয়াতুল ফালাহ ও হাটহাজারীসহ বিভিন্ন স্থানে ইতোমধ্যে এই কার্যক্রম চালানো হয়েছে। এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৩৪ ইঞ্জিনিয়ারিং ব্রিগেডের সদস্যগণ ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভীর মাজহার

সিদ্দিকীর নেতৃত্বে নিম্ন আয়ের হত দরিদ্র মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করছে। এর অংশ হিসেবে এক মিনিটের বাজার-ঘরে থাকব সুস্থ বেশ-আপনি হাসলে হাসবে দেশ-এই নীতিমালায় নিম্ন আয়ের মানুষের মাঝে ১৩ মে থেকে খাদ্যপণ্য ও শাকসবজি বিতরণ কার্যক্রম চলছে। প্রান্তিক চাষীদের কাছ থেকে এসব শাকসবজি নগদ টাকায় কিনে বা বিনামূল্যে বিতরণ করা হয় হত দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের মাঝে। এ কর্মসূচির বাইরে ঈদ উপহার বিতরণও অব্যাহত আছে। ত্রাণ সামগ্রী বিতরণ নয়, সেবা-এই দৃষ্টিভঙ্গিতে দরিদ্রসীমার নিচে বসবাসকারী মানুষের প্রতি সেবার হাত বাড়িয় দেওয়া হয়েছে। ডাটাবেজ তৈরির মাধ্যমে এই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।প্রসঙ্গত, ৩৪ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাক শন ব্রিগেড সামাজিক দূরত্ব বজায় রাখতে জনগণকে উৎসাহিত করার পাশাপাশি চট্টগ্রাম শহরের বিভিন্ন সড়কে জীবানুনাশক ছিটানোর কার্যক্রমও অব্যাহত রেখেছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ রাউজান এর ধর্ষণবিরোধী মশাল মিছিল

Share the post

Share the postমিলন বৈদ্য শুভ,রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : lkসাম্প্রতিক সময়ে দেশব্যাপী সংগঠিত ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে রুখে দাড়াও এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী অব্যাহত ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনায় ধর্ষকদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে মশাল মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাউজান। গত মঙ্গলবার, ১১ মার্চ রাতে রাউজান পৌরসভার গহিরা চত্বর থেকে মশাল মিছিল […]

চট্টগ্রামে প্রশাসন সামলাচ্ছেন ১৯ নারী

Share the post

Share the postচট্টগ্রাম: চট্টগ্রামে গুরুদায়িত্ব কাঁধে নিয়ে প্রশাসন সামলাচ্ছেন ১৯ নারী। যারা নিজ নিজ দপ্তরে কেউ অতিরিক্ত বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এসিল্যান্ড হিসেবে দায়িত্ব পালন করছেন।২০২৪ সালের ২৭ নভেম্বর থেকে চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) পদে দায়িত্ব পালন করছেন শারমিন জাহান। বিভাগের ১১ জেলায় সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে নিজেকে সামিল রেখেছেন।প্রশাসন ক্যাডারের ২১তম […]