সন্দ্বীপ পৌরসভার সাবেক যুবলীগের সাংগঠনিক সম্পাদক শাহেদের বাড়িতে সন্ত্রাসী হামলার অভিযোগ।
জামসেদ আলম(সন্দ্বীপ প্রতিনিধি): সন্দ্বীপ পৌরসভার ৮নং ওয়ার্ডের স্থায়ী-বাসিন্দা সাবেক পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক শাহেদের বাড়িতে সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে।রবিবার (১৮ মে)প্রায় ১টায় পৌরসভার ৮নং ওয়ার্ড যুবলীগ নেতা শাহেদের বাতিজা ইমন, মামুনকে সজিব নামের ছেলেটি ফোন দিয়ে সেনেরহাট স্কুলগেইটে নিয়ে এসে ইমন ও মামুনকে স্কুল গেইটের সাথে বেঁধে পৌরসভার ১.লোহা বাবলু ২.সজিব ৩.হাসান ৪.মুন্না ৫.সাইফুল ৬.লোহা বেলাল৭.সুমন ৮. কাঠ মনি সহ ১৫জনের নেতৃত্বে একদল সন্ত্রাসী ব্যাপক মারধর ও ধারালো অস্ত্র দিয়ে আঘাতের খবর পেয়ে ইমনের মা ঘটনাস্থলে ছুটে এসে থানায় মামলা করতে যেতে চাইলে তার মাকেও বাড়িতে হামলা চালিয়ে মারধরের অভিযোগ পাওয়া গেছে। এতে গুরুত্বর আহত হয়েছে ১.ইমন (১৮) ২.মামুন(১৬)৩.ঝঁণা বেগম(৪৫) ৪.শাহনাজ বেগম।স্থানীয় লোক থেকে জানা যায় যে, হামলা কারিরা পৌরসভার প্রভাবশালী নেতা মুক্তাদের মাওলা সেলিমের অনুসারি হওয়ায় মানুষ ভয়ে মুখ খুলতে চায় না।মানুষ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করলে তাদের উপর হামলার শঙ্খা থাকে। এই সম্পর্কে ইমনের চাচা সাবেক পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক শাহেদ বলেন ঃআমার ভাতিজাদের উপর সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে হামলা করেছে।এরা সন্দ্বীপ পৌরসভার চিহ্নিত সন্ত্রাসী।আমরা থানায় অভিযোগ করেছি আশা করছি,সুষ্ঠু তদর্ন্তের মাধ্যমে দোষীদের শাস্তির আওতায় নিবে।এই হামলার সম্পর্কে সন্দ্বীপ থানার দায়িত্বপ্রাপ্ত এস. আই নাছির বলেনঃ-আমরা ঘটনা জানার পর আমি ঘটনাস্থলে গিয়ে তাদের প্রতিপক্ষের কোন লোক কে দেখতে পাইনি।পরবর্তীতে তারা থানায় এসে একটি অভিযোগ দিয়েছে।সেই অভিযোগের ভিত্তিতে আমরা আগামিকাল তদর্ন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।