স্বামীর মৃত্যুর ২৪ ঘণ্টা পর করোনায় মারা গেলেন স্ত্রী করোনা উপসর্গ নিয়ে আরও দুজনের মৃত্যু
সব্রত মজুমদার, চট্টগ্রাম প্রতিনিধিঃ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৫৫ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। হৃদরোগে আক্রান্ত হয়ে তার ২৪ ঘণ্টা আগে মারা যান করোনা আক্রান্ত মৃত নারীর স্বামী। এছাড়া করোনার উপসর্গ নিয়ে (১৭ মে) জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। শনিবার (১৬ মে) রাত ৮ টায় মারা যান নগরীর পাথরঘাটা এলাকার আশরাফ আলী রোডের ৫৫ বছর বয়সী করোনা আক্রান্ত এ নারী। জানা যায়, করোনা পজিটিভ আসার পর গত ১১ মে ওই নারীকে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ১৫ মে রাতে ওই নারীর স্বামী হৃদরোগে আক্রান্ত হলে তাকে বেসরকারি ম্যাক্স হাসপাতালে ভর্তি করা হয়। ওইদিন রাত ৮টার দিকে তিনি মারা যান। এর ২৪ ঘণ্টার ব্যবধানে হৃদরোগে আক্রান্ত স্বামীর মৃত্যুর পর করোনায় মারা যান এই নারীও। এই নারীর স্বামীর নমুনা পরীক্ষার রিপোর্ট করোনা নেগেটিভ আসে। করোনা আক্রান্ত নারীর মৃত্যুর বিষয়ে নিশ্চিত করেন জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. আব্দুর রব। গত রাতে হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ওই নারী মারা যান। রোগীর স্বামী হৃদরোগে আক্রান্ত হয়ে এক দিন আগে মারা গেছেন। তবে রোগীর স্বামীর করোনা নেগেটিভ ছিল। ‘ তিনি আরও বলেন, ‘করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন লালখান বাজার এলাকার ৭০ বছর বয়সী এক বৃদ্ধ মারা গেছেন। আজ (১৭ মে) সকাল ৮ টার দিকে নগরীর আগ্রাবাদ বেপারী পাড়ার ৫৯ বয়সী এক পুরুষও মারা গেছেন। এই দুইজনের নমুনা সংগ্রহ করা হয়েছে। রিপোর্ট এলে জানা যাবে করোনা পজিটিভ ছিল কিনা।’ প্রসঙ্গত, চট্টগ্রামে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ৩৩ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ৭১৬ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরছেন ১০০ জন।