স্বামীর মৃত্যুর ২৪ ঘণ্টা পর করোনায় মারা গেলেন স্ত্রী করোনা উপসর্গ নিয়ে আরও দুজনের মৃত্যু

Share the post

সব্রত মজুমদার, চট্টগ্রাম প্রতিনিধিঃ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৫৫ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। হৃদরোগে আক্রান্ত হয়ে তার ২৪ ঘণ্টা আগে মারা যান করোনা আক্রান্ত মৃত নারীর স্বামী। এছাড়া করোনার উপসর্গ নিয়ে (১৭ মে) জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। শনিবার (১৬ মে) রাত ৮ টায় মারা যান নগরীর পাথরঘাটা এলাকার আশরাফ আলী রোডের ৫৫ বছর বয়সী করোনা আক্রান্ত এ নারী। জানা যায়, করোনা পজিটিভ আসার পর গত ১১ মে ওই নারীকে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ১৫ মে রাতে ওই নারীর স্বামী হৃদরোগে আক্রান্ত হলে তাকে বেসরকারি ম্যাক্স হাসপাতালে ভর্তি করা হয়। ওইদিন রাত ৮টার দিকে তিনি মারা যান। এর ২৪ ঘণ্টার ব্যবধানে হৃদরোগে আক্রান্ত স্বামীর মৃত্যুর পর করোনায় মারা যান এই নারীও। এই নারীর স্বামীর নমুনা পরীক্ষার রিপোর্ট করোনা নেগেটিভ আসে। করোনা আক্রান্ত নারীর মৃত্যুর বিষয়ে নিশ্চিত করেন জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. আব্দুর রব। গত রাতে হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ওই নারী মারা যান। রোগীর স্বামী হৃদরোগে আক্রান্ত হয়ে এক দিন আগে মারা গেছেন। তবে রোগীর স্বামীর করোনা নেগেটিভ ছিল। ‘ তিনি আরও বলেন, ‘করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন লালখান বাজার এলাকার ৭০ বছর বয়সী এক বৃদ্ধ মারা গেছেন। আজ (১৭ মে) সকাল ৮ টার দিকে নগরীর আগ্রাবাদ বেপারী পাড়ার ৫৯ বয়সী এক পুরুষও মারা গেছেন। এই দুইজনের নমুনা সংগ্রহ করা হয়েছে। রিপোর্ট এলে জানা যাবে করোনা পজিটিভ ছিল কিনা।’ প্রসঙ্গত, চট্টগ্রামে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ৩৩ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ৭১৬ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরছেন ১০০ জন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

দেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখবে বঙ্গবন্ধু টানেল

Share the post

Share the postনিউজ ডেস্ক , চট্টগ্রাম চট্টগ্রাম চেম্বারের গোলটেবিল বৈঠকে এফবিসিসিআই সভাপতি পরিপূর্ণ সুফল পেতে ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে নির্মাণে গুরুত্ব আজাদী প্রতিবেদন | রবিবার , ২২ অক্টোবর, ২০২৩  বঙ্গবন্ধু টানেল দেশের পূর্বাঞ্চল বিশেষ করে মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দর এবং ভারতের সেভেন সিস্টারস–এর মধ্যে সংযোগ হিসেবে কাজ করবে। উদ্বোধনের অপেক্ষায় থাকা বঙ্গবন্ধু টানেল নিয়ে গতকাল নগরীর আগ্রাবাদ […]

মানবতার ফেরিওয়ালা চট্টগ্রাম মহানগরের উদ্যোগে শীতকালীন কম্বল বিতরণ

Share the post

Share the postচট্টগ্রাম সংবাদ: মানবতার ফেরিওয়ালা চট্টগ্রাম মহানগর শাখার পক্ষ থেকে চট্টগ্রাম নগরীর মধ্যরাতে নগরের জামালখান,চকবাজার,চট্টগ্রাম মেডিকেল,ওয়াসা,কাজির দেউড়ি,সিআরবি,দেওয়ানহাট সহ বিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণ করা হয়। রাতের আঁধারে এই তীব্র শীতে কষ্ট পাচ্ছে, তাদের কষ্টকে লাঘব করতে এই শীতকালীন কম্বল বিতরণ করা হয়। মানবতার ফেরিওয়ালার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মশিউর রহমানের নির্দেশনা মোতাবেক মানবতার ফেরিওয়ালার চট্টগ্রাম […]