বোয়ালখালীতে ৩০ লিটার মদসহ ৩ ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ
মুহাম্মদ সাইফুদ্দিন খালেদ, (বোয়ালখালী প্রতিনিধি): বোয়ালখালীতে দেশিয় মদসহ ৩ ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ। বুধবার (১৩ মে) রাতে উপজেলার জৈষ্ঠ্যপুরা ভান্ডাজুরী এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় আটককৃতদের কাছ থেকে ৩০ লিটার দেশি মদ পাওয়া যায়। আটককৃতরা হলেন- আকুবদন্ডী এলাকার মৃত রহিম বক্সের ছেলে মোঃ মহিউদ্দিন (৫০), খরনদ্বীপ এলাকার মৃত অছি মিয়ার ছেলে মোঃ আইয়ুব আলী (৫৫), সৈয়দপুর এলাকার নুর বক্সের ছেলে মোঃ আলী (৫২) গোপন সংবাদের ভিত্তিতে এসআই আরিফুর রহমানের সংঙ্গীয় ফোর্সে আটক করে। এবিষয়ে জানতে চাইলে থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল করিম বলেন, গোপন সংবাদের ভিক্তিতে তাদের আটক করা হয়েছে। আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।