উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার নিকট পিপিই প্রদান করলো সন্দ্বীপ উপজেলা ছাত্রলীগ।
মোত্তাকিন মাহমুদ (সন্দ্বীপ প্রতিনিধি) : করোনা ভাইরাসের সংক্রমণ হতে রক্ষা পেতে এবং জনগণের নির্বিঘ্নে সেবা করতে নিজের কষ্টে অর্জিত টাকা দিয়ে ২য় ধাপে সন্দ্বীপের সকল এম.বি.বি.এস ডাক্তারদের জন্য উপজেলা স্বাস্হ্য কর্মকর্তা ডাঃ ফজলুল করিমের নিকট ২৪ পিচ পিপিই এবং পল্লী চিকিৎসক, অনলাইন সাংবাদিক ও বিভিন্ন পেশাজীবিদের মাঝে ৩৬ পিচ সহ মোট ৬০ পিচ পিপিই প্রদান করেন সন্দ্বীপ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোক্তাদের মাওলা ফয়সাল। এই বিষয়ে মোক্তাদের মাওলা ফয়সাল বলেন,মাননীয় সাংসদ,দ্বীপরত্ন আলহাজ্ব মাহফুজুর রহমান মিতা মহোদয়ের পক্ষে আমার সামর্থ্য অনুযায়ী এম.বি.বি.এস ডাক্তার,পল্লী চিকিৎসক সহ বিভিন্ন পেশাজীবিদের মাঝে পিপিই প্রদান করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।এই মহামারীর দিনে যার যার সামর্থ্য অনুযায়ী জনগণের পাশে থাকলে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মান করা সম্বভ। উল্লেখ্য যে,কিছুদিন পূর্বে সন্দ্বীপ থানা প্রশাসন ও সন্দ্বীপ প্রেস ক্লাবের সাংবাদিক ভাইদের জন্য ৩৫ পিচ পিপিই প্রদান করেন মোক্তাদের মাওলা ফয়সাল।