সন্দ্বীপ -১ গ্রুপের এ্যাডমিন প্যানেলের উদ্যোগে অসহায়, কর্মহীন মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতারণ।
জামসেদ আলম (সন্দ্বীপ প্রতিনিধি): চট্টগ্রামের বিচ্ছিন্ন দ্বীপ সন্দ্বীপে অসহায়,কর্মহীন মানুষদের মাঝে Sandwip-1 গ্রুপের এ্যাডমিনের এর উদ্যোগে সারিকাইত ইউনিয়নে প্রায় -১০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতারণ করা হয়।মরণব্যাধি করোনা ভাইরাসের প্রভাব ও সরকারি লক-ডাউন আইন মানতে গিয়ে সন্দ্বীপের বহু মানুষ অসহায় ও কর্মহীন হয়ে পড়েছে।এদের কথা চিন্তা করে দুমুঠো খাবার উদ্দেশ্যে করে উদ্যোগটি নেন।তারা বলেনঃ-, সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাকে এসব গরীব ও অসহায়দের সাহায্যের হাত বাড়িয়ে দিলে, দেশের এই ক্রান্তিলগ্নে অসহায়,কর্মহীন মানুষ গুলো কিছুটা হলেও স্বস্তি পাবে।সেই মন্তব্যে থেকে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।আমরা সন্দ্বীপের বিত্তবান ব্যাক্তিদের এগিয়ে আসার আহবান জানাচ্ছি।উপকারভোগী রিফাত নামের একজন বলেন ঃ-দেশের বর্তমান পরিস্থিতিতে আমরা একদম কর্মহীন হয়ে পড়ায় ছেলে -মেয়ে নিয়ে অনেক কষ্ট জীবন অতিবাহীত করছি।এমন সময় Sandwip-1এ্যাডমিন আমার পাশে দাঁড়িয়েছে বলে অত্র সংগঠনকে ধন্যবাদ জানাচ্ছি।প্রত্যাশা করি তারা সব সময় মানুষের পাশে থাকবে। সন্দ্বীপ১ গ্রুপের প্রতিষ্ঠাতা এবং প্রধান এডমিন কাজী সানাউল্লাহ’র (সানু) নির্দেশনায় Sandwip1 গ্রুপের এডমিন প্যানেলের সমন্বয়ে একটি তহবিল গঠন করেন ।গ্রুপের সমন্বয়কারি লিপি ফার্মেসীর কর্ণধার কাজী আখতার হোসেনের মাধ্যমে নামের তালিকা প্রস্তুত করা হয় । Sandwip1 গ্রুপের এডমিন প্যানেলের উপস্হিতিতে সারিকাইত ইউনিয়নের কাজী পাড়া তেমাথায় উপহার সামগ্রী দেয়া হয় এবং যারা আসতে পারেননি তাদের বাড়িতে এ্যাডমিন প্যানেলের সদস্যরা খাদ্য সামগ্রী পৌঁছে দেন । নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর মধ্যে ছিল– চাল ১০কেজি ,সয়াবিন ১লিটার,আলু ২কেজি,পিঁয়াজ ১কেজি ,চনাবুট ১কেজি, মুড়ি ১কেজি,চিনি ১কেজি,চিড়া ১কেজি ।মোট ১৮কেজি । Sandwip1 গ্রুপের এডমিন প্যানেলের সদস্যরা হলেন -কাজী আকতার হোসেন, সানাউল্লাহ ,জামি-উল ইসলাম জিহাদ,রিজভি আউয়াল,আরজু,সাইফুল ইসলাম,শাহনেওয়াজ,সাগর আযম,ইকবাল,ডা:বদিউজ্জমান কাজী সুমন,কাজী রবিন,কাজী মহিউদ্দীন, সালমান ফারসি ,কাজী রিফাত,কাজী জুলফি,কাজী রহমত এবং গ্রুপের সদস্য আরমান সহ অত্র গ্রুপের শুভ-কাঙ্ক্ষীগণ।