চট্টগ্রামের বিচ্ছিন্ন দ্বীপ সন্দ্বীপে আরো ৬জনের শরীরে করোনা শনাক্ত।
জামসেদ আলম(সন্দ্বীপ প্রতিনিধি)-সাগর কন্যা বৈশিষ্ট্য সন্দ্বীপে আবারও মরণ ব্যাধি করোনা রোগী শনাক্তের কথা নিশ্চিত করেছেন সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য-কর্মকতা ডাঃ ফজলুল করীম।এর আগে সন্দ্বীপে প্রথম কোভিট -১৯এ আক্রান্ত হয় নাহিদ(২৪)।তার আক্রান্ত হওয়ার পর নাহিদের চলার নিকটতম কিছু বন্ধুদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ৩মে চট্টগ্রামে ফৌজদারহাট স্থাপিত ল্যাব বিআইটিআইডি ফেরণ করেন উপজেলা স্বাস্থ্য -বিভাগ।সেই অনুসারে আজ পরীক্ষা শেষে করোনা আক্রান্ত ব্যাক্তিদের রিপোর্ট-টি- সকালে পৌঁছে দেয় সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য-বিভাগকে।সন্দ্বীপে এখন পর্যন্ত মোট ৪২জনের নমুনা সংগ্রহ করে ৭জনের শরীরে কোভিট -১৯এর সন্ধান মিলেছে।আক্রান্ত ব্যক্তিরা হলেন -১.নাহিদ(২৪),২.মোঃ রেফায়েত হোসেন(৩৫),৩.আতা উদ্দিন(২৭)৪.মোঃ সাকিব(২০),৫.মোঃ হৃদয়,(২৬)৬.মোঃ জাবেদ(২৪),৭.মোঃ জহিরুল ইসলাম (২৪).সবাই গাছুয়া ইউনিয়নের স্থায়ী বাসিন্দা।এদের মধ্য প্রায় তরুণ বয়স-২০থেকে ৪০এর মধ্যে।এমন তথ্য আসার পর আতংকিত হওয়া পাশা-পাশি সন্দ্বীপের চারপাশের নৌ-যাতায়াত নিয়ে মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।সন্দ্বীপের সুশীল সমাজ মনে করেন, সন্দ্বীপে ব্যাপক করোনা আক্রান্ত হতে রক্ষা পেতে এখনি প্রশাসনের উচিত চারপাশের ঘাট-গুলোর প্রতি আরো কঠোর নজর রাখা। এই সম্পর্কে সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য কর্মকতা ডাঃ ফজলুল করিম বলেনঃ-আমরা প্রথম নাহিদের রিপোর্ট পজেটিভ আসার পর, তার সাথে চলাফেরা করছে এমন কিছু ব্যাক্তির নিকট হতে নমুনা সংগ্রহ করে ৩মে চট্টগ্রামের পরীক্ষার ল্যাবে পাঠিয়েছি।সেই অনুসারে আজকে আবার নতুন ৬জনের রিপোর্ট পজেটিভ এসেছে।এদের সকলের বাড়ি সন্দ্বীপের গাছুয়া ইউনিয়নে।আমরা এখন পর্যন্ত মোট নমুনা সংগ্রহ করি ৪২জনের তার মধ্যে আক্রান্ত হয়েছে ৭জন।আজ থেকে নমুনা সংগ্রহ বাঁড়ানো হবে।আমরা সকলের সহযোগিতা কামনা করি।