করোনায় এক অসহায় মানুষের ডাকে সাড়া দিয় ফেসবুকের জনপ্রিয় গ্রুপ- এসএসসি /এইচএসসি ০৪/০৬ এর চট্টগ্রামের কিছু যোদ্ধা এগিয়ে যায়।
নিজস্ব প্রতিবেদক : সারাদেশে কত নিউজ পাওয়া যায়, করোনা রোগী ফেলে পালিয়ে যাচ্ছে স্বজন, ভয়ে আছে সবাই, ঠিক এমন মূহুর্তে খবর এল এক পরিচিতর কাছ থেকে যে করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে আইসোলেশন ভর্তি আছে, তার স্বজন খবর দিল পানির সংকট, খবর পেয়ে আমরা এস এস সি ০৪ এইচ এস সি ০৬ বাংলাদেশ নামক একটি ফেসবুক ভিত্তিক সংগঠন এর এক ঝাক যোদ্ধা এগিয়ে আসে। যাদের মধ্যে ছিল ফাহিম আরাফাত, পলাশ ধর, মোস্তাফিজ রহমান, সাগর মনছুর, মোস্তফা মানিক তারা তাৎক্ষণিকভাবে কোতোয়ালী থানার অফিসার ইনসার্জ মোহাম্মদ মহসিন পিপিএম এর হাতে তুলে দিলেন পানীয় বিশুদ্ধ জল।সার্বিক সহযোগিতায় ছিল বাবলু পাল উপ-পুলিশ পরিদর্শক ইনচার্জ বক্সীরহাট পুলিশ ফাঁড়ি এবং ওসি কোতোয়ালি থানা সিএমপি চট্টগ্রাম। এসময় গ্রুপটির পক্ষ থেকে সকলকে এ পরিস্থিতিতে সবার পাশে দাঁড়ানোর আহবান জানান।