তাহিরপুরে কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিল উপজেলা ছাত্রলীগ
তামিম রহমান চৌধুরী (সিলেট):সুনামগঞ্জের তাহিরপুরে কৃষকের ধান কেটে দিল উপজেলা ছাত্রলীগ নেতারা। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে দফায় দফায় দেশ জুড়ে চলছে লকডাউন। আর এই লকডাউনে স্তব্ধ হয়ে গেছে দেশের সকল মানুষের জীবনযাত্রা।তবে ছাত্রলীগের চিরাচরিত নিয়মানুযায়ী দেশের এই ক্রান্তিলগ্নে ধান কাটার জন্য সাধারণ কৃষকের পাশে এসে দাড়িয়েছে তাহিরপুর উপজেলা ছাত্রলীগ।এ সময় জানা যায়, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি দীপঙ্কর কান্তি’দে এর নির্দেশনায় ধান কাটার জন্য এগিয়ে আশে ছাত্রলীগ নেতারা। আবহাওয়া অধিদপ্তরের বরাত দিয়ে জেলা প্রশাসন সহ উপজেলা প্রশাসন গত কয়েকদিন যাবত ভারী বর্ষন সহ আগাম বন্যা হওয়ার সতর্কতা সহ মাইকিং করা হচ্ছে। এদিকে করোনা আতংকে শ্রমিক সংকটের কারণে অনেকটা দুঃচিন্তায় পড়েন উপজেলার অধিকাংশ কৃষক। আর এই খবর পাওয়া মাত্র সকল জল্পনা কল্পনা পেছনে ফেলে বৃহস্পতিবার হাওরে গিয়ে নিজ হাতে পাকা ধান কেটে কৃষকের ঘরে তুলেন দিলেন ছাত্রলীগ। এ ব্যপারে উপজেলা ছাত্রলীগের এনামুল হাসান শাকিল জানান, দেশের দু:সময়ে ছাত্রলীগ বরাবরই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। দু:সময়ে আরোও কোনো কৃষক যদি এমন সমস্যার মুখোমুখি হন তাদেরকেও সহযোগিতা করার জন্য আমরা প্রস্তুত আছি। তাহিরপুর উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ বলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে আমরা ধানকাটা কর্মসূচি গ্রহণ করেছি। কৃষকদের সঙ্গে কথা বলেছি, তাদের নিশ্চয়তা দিয়েছি যতদিন আমাদের প্রয়োজন হবে ততদিন তারা আমাদের সহযোগিতা পাবেন। আমরা উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা দল বেঁধে ধান কাটার কাজ করেছি।