অসহায়দের পাশে হালিশহর থানা ছাত্রদল নেতা সিয়াম
নোমান বিন খুরশীদ (চট্টগ্রাম): কোভিড-১৯ প্রতিরোধে সারাবিশ্বের মতো বাংলাদেশের ‘লকডাউন’ পরিস্থিতিতে বন্দর নগরী চট্টগ্রামের কিছু অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন সামিউল কবির সিয়াম। হালিশহর থানা ছাত্রদল, চট্টগ্রাম মহানগর এর পক্ষ থেকে তিনি হতদরিদ্রদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন। ঈদুল ফিতর পর্যন্ত এই খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত থাকবে বলে জানান সিয়াম। করোনা দেশে মানুষদের মাঝে দূর্ভোগ সৃষ্টি করছে উল্লেখ করে সামিউল কবির সিয়াম বলেন, “বিশ্বব্যাপী যে মহামারী শুরু হয়েছে এতে যেসব পরিবার কষ্টে আছে তাদের পাশে থাকার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং সাধ্যমতো সকলকে সহযোগীতা করার চেষ্টা করছি।”