সুনামগঞ্জের শাল্লায় অসহায় কৃষকের ধান কেটে দিলেন শাল্লা উপজেলা ছাত্রলীগ
তামিম রহমান চৌধুরী (সিলেট) : দেশ জুড়ে লকডাউনে স্তব্ধ হয়ে গেছে মানুষের জীবনযাত্রা। কিন্তু স্তব্ধ হয়ে যাইনি প্রকৃতির নীতি-রীতি। সবুজ আবরণ ভেদ করে সোনালী আলোয় মাঠে শোভা পাচ্ছে কৃষকের সোনালী ফসল ধান। করোনা পরিস্থিতির কারণে শ্রমিক সংকটে হাওর অঞ্চলের কৃষকরা তাদের উৎপাদিত ধান কাট তে পারছেন না এদের পাশে এবার বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় সুনামগঞ্জ জেলা ছাত্রলীগ এর সভাপতি দিপংকর কান্তি দে এর অনুপ্রেরনায় এগিয়ে এসেছে শাল্লা উপজেলা ছাত্রলীগ। মাঠে গিয়ে নিজ হাতে পাকা ধান কেটে কৃষকের ঘুরে তুলে দিলো শাল্লা উপজেলা ছাত্রলীগ। দু:সময়ে আরোও কোনো কৃষক যদি এমন সমস্যার মুখোমুখি হন তাদেরকেও সহযোগিতা করার জন্য প্রস্তুত আছেন বলে তারা জানিয়েছেন। শাল্লা উপজেলা ছাত্রলীগ নেতা শংকর রায় এর নেতৃত্বে কৃষকদের ধান কাটার সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা সন্দীপ,আসাদুজামান বাবু,নিতেশ,অনুজ,বাধন,নুরনবী খান,শাওন ও সৌরভ প্রমুখ।